Uttar Dinajpur News: স্থায়ী হেলিপ্যাড পেল উত্তর দিনাজপুর, উদ্বোধন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রায়গঞ্জের মিরুয়ালে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে এই স্থায়ী হেলিপ্যাডটি তৈরি হয়েছে। বুধবার নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করেন দেবশ্রী চৌধুরী।
উত্তর দিনাজপুর: রাজ্যের প্রান্তিক জেলা উত্তর দিনাজপুরে জরুরি প্রয়োজনে আকাশপথে যোগাযোগের স্থায়ী ব্যবস্থা হল। স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন হল রায়গঞ্জে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরী এই হেলিপ্যাডের উদ্বোধন করেন।
রায়গঞ্জের মিরুয়ালে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে এই স্থায়ী হেলিপ্যাডটি তৈরি হয়েছে। বুধবার নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করেন দেবশ্রী চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি কুলওয়ান্ত রাই শর্মা ও ২৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লিয়েনজাকাই সিটলোউ সহ অন্যান্য আধিকারিকরা।
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে আকাশ পথে যোগাযোগের প্রয়োজন পড়ে। বিশেষ করে বন্যা বা বড় দুর্ঘটনার সময় আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণবাঁচানোর জন্য এখানে হেলিকপ্টার অবতরণের একটা স্থায়ী ব্যবস্থা প্রয়োজন ছিল। এবার থেকে সেটা করা সম্ভব হবে। ভিভিআইপিদের ক্ষেত্রেও এই হেলিপ্যাড ব্যবহার করা যাবে। যার জন্য এখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই হেলিপ্যাডের জন্য উত্তর দিনাজপুরের মানুষ অনেকাংশে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন বিএসএফের ডিআইজি কুলওয়ান্ত রাই শর্মা।
advertisement
মুক্তা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 8:09 PM IST