Cooch Behar News: আর নয় বাঁশের সাঁকো, তোর্সা নদীতে এবার স্থায়ী ব্রিজ না পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

Last Updated:

স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের

+
অস্থায়ী

অস্থায়ী সেতু দিয়ে নদী পারপার

কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। আর দীর্ঘ সময় ধরে এই নদী পারাপারের সদর শহরের একমাত্র স্থায়ী ভরসা ঘুঘুমারি সেতু। তবে কোচবিহার রাণী বাগান তোর্সা ফেরি ঘাট দিয়ে অস্থায়ী ভাবে নদী পারাপার চলে। কিন্তু, নদীর জল বাড়লে এই এলাকায় অস্থায়ী বাঁশের সাঁকো কিংবা নৌকা কিছুই থাকে না। তাই তখন সমস্যা বেড়ে ওঠে বহু মানুষের। দীর্ঘ অনেকটা রাস্তা ঘুরে চলাচল করতে হয়। এতে সময় যেমন লাগে বেশি, তেমনই খাটনিও হয় বেশি।
এই সেতু দিয়ে নিত্য পারাপারকারী অভীক বর্মন জানান, “দীর্ঘ সময় ধরে এই রাস্তা ব্যবহার করে চলাচল করেন বহু মানুষ। তবে নদীর জল বেড়ে উঠলে সমস্যা বেড়ে যায়। তখন চলাচল বন্ধ হয়ে যায় সম্পূর্ণ ভাবে। এতে বহু মানুষের অনেকটাই সুবিধা হয় চলাচল করতে।” এলাকার এক স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, “সারাদিনে প্রচুর মানুষ এই সেতু ব্যবহার করে থাকেন। তবে যদি প্রশাসনিক ভাবে এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হয়। তবে অনেকটাই সুবিধা হবে বহু মানুষের। তবে দীর্ঘ সময় ধরে এই সেতু নির্মাণের দাবি অপূর্ণই রয়ে গিয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোচবিহারের এক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর জানান, “এই পথ দিয়ে যাতায়াত করলে অনেকটা সুবিধা হয় বহু মানুষের। প্রতিদিন এই পথে বহু মানুষ চলাচল করে থাকেন। জীবন-জীবিকার তাগিদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথে মানুষের যাতায়াত লেগেই থাকে। তবে দীর্ঘ সময় ধরে প্রশাসনিক টালবাহানায় এই সেতু নির্মাণ সম্ভব হয়নি। বর্তমান সময়ে স্থানীয় মানুষেরা ক্ষোভে ফুঁসছেন। দ্রুত এ সেতু নির্মাণ না হলে আগামীদিনে স্থানীয় মানুষেরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন। তাই প্রশাসনিক কর্মকর্তাদের কাছে সকলের আবেদন দ্রুত এই সেতু নির্মাণ করা দরকার।”
advertisement
তোর্সা নদীর এই সেতু বহু মানুষের অনেকটাই যাত্রাপথ সহজ করে তোলে। এছাড়া এই সেতুর ওপর ভরসা করে জীবন-জীবিকা চলে বহু মানুষের। এই সেতু না থাকলে অনেকটা সমস্যা বেড়ে ওঠে নদীর দুই পাড়ের নিত্য চলাচল করা মানুষদের। তাই প্রশাসনিক তৎপরতায় এই সেতু নির্মাণের দাবি দ্রুত পূরণ করা উচিত।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: আর নয় বাঁশের সাঁকো, তোর্সা নদীতে এবার স্থায়ী ব্রিজ না পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement