Bangla News: প্রতিদিন ১০ টি করে পোস্টকার্ড পাবেন মুখ্যমন্ত্রী, লেখা থাকবে মেডিকেল কলেজের দাবি!

Last Updated:

জেলায় মেডিকেল কলেজ না থাকায় একটু জটিল অসুখ করলেই কলকাতা বা অন্যত্র গিয়ে চিকিৎসা করতে হয়। এর জন্য খরচ বাড়ে গরিব সাধারণ মানুষের

+
অভিনব

অভিনব পদ্ধতিতে আবেদন 

দক্ষিণ দিনাজপুর: অভিনব পদ্ধতির মধ্য দিয়ে জেলাতে মেডিকেল কলেজ স্থাপনের দাবিকে জানানো হল। এভাবেই আন্দোলনে নামল জেলার বিশিষ্টজনেরা। পোস্ট কার্ডের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রতিদিন দশটি করে পোস্ট কার্ড পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দিনাজপুরের মানুষ। এদিন দুপুরে বালুরঘাট হেড পোস্ট অফিস থেকে পোস্টকার্ডগুলি পোস্ট করা শুরু হয়।
সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, তিনদিক আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত এই দক্ষিণ দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান জেলা। চিকিৎসার তেমন সুব্যবস্থা নেই বললেই চলে। চিকিৎসার দিক দিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পার্শ্ববর্তী মালদহ কিংবা কলকাতায় ছুটতে হয় এই জেলার মানুষকে।
advertisement
advertisement
এদিকে জেলার মেডিকেল কলেজ না থাকায় একটু জটিল অসুখ করলেই কলকাতা বা অন্যত্র গিয়ে চিকিৎসা করতে হয়। এর জন্য খরচ বাড়ে গরিব সাধারণ মানুষের। ফলে অনেকেই চিকিৎসা করার ক্ষেত্রে পিছিয়ে আসেন। আর তাতে অকালেই ঝরে যায় বহু প্রাণ। তাই জেলায় অবিলম্বে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে বলে দাবি তুলেছে আমজনতা। ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র’ও জেলাবাসীর এই দাবিকে সমর্থন জানিয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে এই পোস্টকার্ড পাঠানো শুরু হয়েছে, যা আগামী লোকসভা ভোট পর্যন্ত চলবে। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তের ১০ জন বিশিষ্ট মানুষ এই পোস্টকার্ডের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাবেন।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: প্রতিদিন ১০ টি করে পোস্টকার্ড পাবেন মুখ্যমন্ত্রী, লেখা থাকবে মেডিকেল কলেজের দাবি!
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement