Erosion Problem: ভাঙন রোধে নেওয়া হচ্ছে না ব্যবস্থা, নদীর জল বাড়তেই তীব্র আতঙ্ক

Last Updated:

Erosion Problem: নদী বাঁধ না থাকার কারণে জল বাড়লেই লোকালয়ে জল ঢুকছে। কিছুদিন আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির একটি অংশ জলের তোড়ে ভেঙে গিয়েছিল

+
নদী

নদী ভাঙন

কোচবিহার: কিছুদিন আগেই কোচবিহারের শোলাডাঙা এলাকায় নদীর জল ঢুকে পড়েছিল লোকালয়ে। ফলে অস্বস্তি ও ভোগান্তি চরমে উঠেছিল স্থানীয়দের। সেই সময় নদীর জলের তোড়ে ভেঙে যায় এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তা। বর্তমান সময়ে এই রাস্তা সংস্কারের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের সাঁকো। তবে চলাচলের সাঁকো তৈরি করা হলেও এলাকায় নদী ভাঙন রোধে নেওয়া হচ্ছে না কোনও ব্যবস্থা। এলাকায় কোন‌ও নদী বাঁধ নেই। আগের বছর ভাঙনে এলাকার নদী বাঁধ তলিয়ে গিয়েছে তোর্ষা নদীর গর্ভে। তাই তো প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে স্থানীয় মানুষদের।
এলাকার এক স্থানীয় বাসিন্দা জলধর দাস জানান, নদী বাঁধ না থাকার কারণে জল বাড়লেই লোকালয়ে জল ঢুকছে। কিছুদিন আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির একটি অংশ জলের তোড়ে ভেঙে গিয়েছিল। তখন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় গোটা এলাকায়। বর্তমানে একটি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে পুনরায় চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে নদী ভাঙন রোধ কিংবা লোকালয়ে জল যাতে না ঢোকে সে বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সমস্যা আরও অনেকটাই বাড়বে আগামী দিনে।
advertisement
advertisement
এলাকার আরেক স্থানীয় বাসিন্দা বুলবুলি দাস জানান, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে। তবে এখানে সাঁকো তৈরি করলেও ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যেকোনও মুহূর্তে আবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে গোটা এলাকায়। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া উচিত।
advertisement
আরেক স্থানীয় বাসিন্দা আজিদুল মিঁয়া জানান, এলাকায় দ্রুত নদী বাঁধ না দেওয়া হলে সমস্যা মিটবে না। যেভাবে নদীর জল বাড়ছে তাতে এলাকায় জল ঢুকে পড়ছে। সেই কারণে রীতিমতো আতঙ্কের মাঝেই থাকতে হচ্ছে সকলকে। গোটা এলাকার মানুষ এই সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে রয়েছেন।
তবে গোটা বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরের কর্মকর্তারা খুব একটা বেশি সহায়তা করতে পারছে না। এই সমস্যা মোকাবিলায় যদি দ্রুত জেলা প্রশাসন উদ্যোগী ভূমিকা গ্রহণ না করে তবে অদূর ভবিষ্যতে এই এলাকার বাসিন্দাদের সমস্যা আরও কয়েক গুণ বেড়ে উঠবে বলেই আশঙ্কা।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Erosion Problem: ভাঙন রোধে নেওয়া হচ্ছে না ব্যবস্থা, নদীর জল বাড়তেই তীব্র আতঙ্ক
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement