NJP Train shooting: ট্রেনের মধ্যেই পর পর গুলির শব্দ, আঁতকে উঠলেন যাত্রীরা! এনজেপি স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
তিন রাউন্ড গুলি চলেছে বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি পিস্তল৷
বিশ্বজিৎ মিশ্র, শিলিগুড়ি: যাত্রী ভর্তি এক্সপ্রেস ট্রেনের কামরার মধ্যে চলল গুলি৷ মৃত্যু হল এক যাত্রীর৷ এনজিপি স্টেশনে ঢোকার মুখে আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যা গামী আনন্দ বিহার এক্সপ্রেসে এ দিন রাতে এই ঘটনা ঘটেছে৷ ট্রেনের জেনারেল বগির মধ্যে এই ঘটনা ঘটে৷ ট্রেনটি এনজিপি স্টেশনে পৌঁছলে ঘটনার কামরায় পৌঁছয় রেল পুলিশ৷
তিন রাউন্ড গুলি চলেছে বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি পিস্তল৷ অজ্ঞাতপরিচয় ওই পুরুষ যাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ৷ আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এ দিন ডাউন নর্থ ইস্ট এক্সপ্রেস এনজিপি স্টেশনে ঢোকার আগে সিগন্যালে অপেক্ষা করছিল৷ তখনই ট্রেনের জেনারেল কামরা থেকে পর পর তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়৷ পর পর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ ট্রেনটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই দ্রুত ওই কামরায় পৌঁছন রেল পুলিশ এবং আরপিএফ-এর আধিকারিকরা৷ প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনাক্রম শুনে তদন্ত শুরু করে পুলিশ৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেনটি এনজেপি স্টেশনে আটকে থাকে৷ ট্রেনের ভিতরে এবং স্টেশন চত্বরেও তল্লাশি চালানো হয়৷
advertisement
রেল পুলিশের এসপি পি সেলভামুরুগান বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।' যাত্রী সুনীল কুমার বলেন, 'পাশের কামরা থেকে আচমকা তিন রাউন্ড গুলির শব্দ আসে। পরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে।'
ঘটনার জেরে প্রায় ঘণ্টা ট্রেনটি এনজেপি স্টেশনে আটকে থাকে। এর পর নতুন বগি যুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। যাত্রীকে চিহ্নিত করে এই হত্যাকাণ্ডের কিনারা করতে চাইছে রেল পুলিশ ও আরপিএফ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
April 10, 2023 11:10 PM IST