Malda News: ছাদ বাগান থাকলেই হতে পারেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়! শুধু দরকার ৫ মিনিটের ভিডিও

Last Updated:

ছাদ বাগানের ভিডিও প্রতিযোগিতায় পাঠিয়ে পেতে পারেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান

+
পুষ্প

পুষ্প প্রদর্শনী 

মালদহ: আপনার ছাদ বাগান কোথাও না নিয়ে গিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সুযোগ করে দিচ্ছে মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়েশন। শুধুমাত্র উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনার ছাদ বাগান অংশ নেবে পুষ্প প্রদর্শনীতে। এর মাধ্যমে প্রতিযোগিতার পাশাপাশি আপনার ছাদ বাগান দেখতে পাবেন সাধারণ মানুষ। বিগত কয়েক বছর ধরে ছাদ বাগান তৈরির ঝুঁকি বাড়ছে অনেকের মধ্যে। এই ছাদ বাগান সকলের মধ্যে তুলে ধরতে পাশাপাশি অন্যান্যদের মধ্যে ছাদ বাগান তৈরির আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়েশন। উদ্যোক্তা মৃণাল কান্তি বসাক বলেন, “অনেকেই ছাদ বাগান এখন করছেন। তাদের আগ্রহ বাড়াতে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি। তবে ছাদ বাগানের গাছ নিয়ে আসার প্রয়োজন নেই। ৫ মিনিটের ভিডিও করতে হবে ছাদ বাগানের। আমাদের কাছে পাঠাতে হবে। সেই ভিডিও দেখেই বিচার বিবেচনা করা হচ্ছে।”
প্রতিবছর এই সংগঠনের পক্ষ থেকে মালদহে পুষ্প প্রদর্শনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। এই বছরও অনুষ্ঠিত হচ্ছে জেলা সুইমিংপুলে। বিভিন্ন প্রজাতির ফুল, ফল পাতাবাহার সহ প্রায় ১১০০ গাছ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছাদ বাগানগুলিকেও এই প্রতিযোগিতায় স্থান দেওয়া হয়েছে। সংগঠনের কোষাধ্যক্ষ নিরেন্দ্র কুমার সাহা বলেন, “এই বছর ৪৮ তম বর্ষ পুষ্প প্রদর্শনীর। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে মালদহ সুইমিংপুলে। বিভিন্ন প্রজাতির ফুল ফল পাতাবাহার গাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়িতে ছাদ বাগান থাকলেই অংশগ্রহণ করা যাবে। পাঁচ মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে ছাদ বাগানের। সেই ভিডিও সংগঠনের কাছে পাঠাতে হবে। সেখানে যিনি পাঠাচ্ছেন তার নাম ছাদ বাগানের বৈশিষ্ট্য সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এইভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছাদের বাগানের গাছ কোথাও না নিয়ে গিয়েও প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ মিলছে। উদ্যোক্তাদের এমন পরিকল্পনায় অনেকেই সামিল হয়েছেন। গত কয়েক বছর ধরে অনেকেই তাঁদের ছাদ বাগানের ভিডিও তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ছাদ বাগান থাকলেই হতে পারেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়! শুধু দরকার ৫ মিনিটের ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement