Malda News: তহবিলে টাকা নেই, প্রধান নিজেই মাথায় মাটি বয়ে রাস্তা সারাই করলেন!

Last Updated:

পঞ্চায়েতের তহবিলে অর্থ নেই। তাই প্রধান নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে এসে রাস্তা মেরামত করেন

+
পঞ্চায়েত

পঞ্চায়েত প্রধান কোদাল দিয়ে মাটি কাটছেন

মালদহ: কোদাল হাতে নিয়ে মাটি কাটছেন পঞ্চায়েতের মহিলা প্রধান। কখনও আবার মাথায় করে ডালি ভর্তি মাটি নিয়ে যাচ্ছেন। প্রধানের সঙ্গে রয়েছেন এলাকার আরও বেশ কিছু মহিলা। তাঁদের মধ্যে কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, আবার কেউ মাথায় ডালি ভর্তি মাটি নিয়ে যাচ্ছেন।‌ এইভাবেই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে রাস্তা সারাই করলেন গ্রামের মহিলারা।
এমন কাজের কারণ হিসেবে জানা গিয়েছে, পঞ্চায়েতের তহবিলে অর্থ নেই। তাই প্রধান নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে এসে রাস্তা মেরামত করেন। ঘটনাটি গাজোল-২ পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী বলেন, তহবিলে পর্যাপ্ত টাকা নেই। এদিকে রাস্তা তৈরির জন্য প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু গ্রামের বাসিন্দারা খুব অসুবিধায় থাকছিল। তাই সকলকে নিয়ে আমরা নিজেরাই রাস্তা তৈরি করছি। মাটি কেটে মহিলারা সকলে মিলে রাস্তায় ফেলছে। গ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য এই কাজ করেছি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার মরশুমে প্রবল বৃষ্টিতে ফতেপুর গ্রামের রাস্তার একাংশ ভেঙে যায়।বর্ষা পেরিয়ে যাওয়ার পর চলাচল করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তার মাঝের এক অংশ ভেঙে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। নিত্যদিন স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে যেতে সমস্যায় পড়ছে। পণ্য বোঝাই গাড়ি, গ্রামের কৃষকদের কৃষি জমির ফসল সমস্ত কিছু নিয়ে যেতেই চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই গ্রামের বাসিন্দারা এই রাস্তা মেরামতির জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অর্থ না থাকায় প্রাথমিকভাবে কাজ এগোয়নি। এরপরই পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের নিয়ে নিজে কাজ করে রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: তহবিলে টাকা নেই, প্রধান নিজেই মাথায় মাটি বয়ে রাস্তা সারাই করলেন!
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement