Udayan Guha || Panchayat Election 2023: পঞ্চায়েতে জোট করার চেষ্টা করলেই... 'বিস্ফোরক' নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ!

Last Updated:

Udayan Guha || Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনে  বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ  তৃণমূলের একাংশ মহাজোট  করার পরিকল্পনা নিচ্ছে এই জেলায়। এমনটা হলে তাদের পাল্টা দাওয়াই দেওয়ার নিদান দিলেন খোদ মন্ত্রী উদয়ন গুহ।

'বিস্ফোরক' নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ!
'বিস্ফোরক' নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ!
কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনে  বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ  তৃণমূলের একাংশ মহাজোট  করার পরিকল্পনা নিচ্ছে এই জেলায়। এমনটা হলে তাদের পাল্টা দাওয়াই দেওয়ার নিদান দিলেন খোদ মন্ত্রী উদয়ন গুহ।  দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের  এমন নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
এদিন তিনি বলেন সাগরদিঘিতে যেটা হয়েছে দিনহাটাতেও সেটা করার  চেষ্টা হচ্ছে। গত সপ্তাহে  বাবা কমল গুহকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন উদয়ন গুহ।  এরপর শনিবার রাতে দিনহাটার নয়ারহাটে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
advertisement
advertisement
এরপর রবিবার রাতে দিনহাটার পাঁচ মাথার মোড়ে সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি শূন্য ছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনেও যাতে বিরোধীরা শূন্য থাকে তার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই শহরের কর্মীরাও গ্রামে গিয়ে গ্রামের কর্মীদের সহযোগিতা করবে। দিনহাটার বুড়িরহাটের ঘটনায় সি বি আই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন,  নিরপেক্ষ তদন্ত হলে ওই মন্ত্রীরও প্যান্ট খুলবে। এরপর এদিনের সভা থেকে যে সমস্ত বাম নেতাদের পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন তারও উল্লেখ করেন তিনি তাঁর ভাষণে।
advertisement
প্রতিবেদন : শুভঙ্কর সাহা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha || Panchayat Election 2023: পঞ্চায়েতে জোট করার চেষ্টা করলেই... 'বিস্ফোরক' নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement