Panchayat Election 2023: তৃণমূলে বিরাট ভাঙন, চমকে দিল বিজেপি! দলবদলে বড় শোরগোল

Last Updated:

Panchayat Election 2023: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান! ওকরাবাড়িতে বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে।

+
তৃণমূল

তৃণমূল ছেড়ে বিজেপিতে

ওকড়াবাড়ি: শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। নমিনেশন জমা দেওয়া হচ্ছে সেই মর্মে। তবে পঞ্চায়েত ভোটের মুখেই কোচবিহারের সিতাই বিধানসভার অন্তর্গত ওকড়াবাড়িতে ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে প্রায় তিন শতাধিক সংখ্যালঘু পরিবার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করল। ভেটাগুড়িতে নিজ বাসভবনে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন নিশীথ প্রামাণিক। দীর্ঘ সময়ের গোষ্ঠী কোন্দল এবং গুলি কাণ্ডের ঘটনার পর এই এলাকার প্রায় তিন শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক ভোটের মুখেই দলত্যাগ করলেন। ভোটের মুখে দলের এত বড় একটি ভাঙনে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও নিজেদের ক্ষমতা হারাবে বলে অনুমান করছে ভারতীয় জনতা পার্টি।
ওকড়াবাড়ি এলাকার বিজেপির মণ্ডল সভাপতি জিন্নারুল হক জানান, “দীর্ঘ সময় ধরে ওকড়াবাড়ি এলাকায় গোষ্ঠী কোন্দল ও দুর্নীতিতে জেরবার হয়ে রয়েছে তৃণমূলকংগ্রেস। তাই এই ঘটনার প্রতিক্রিয়াতেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় তিন শতাধিক পরিবার। দীর্ঘ সময় ধরে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই পরিবারগুলিকে। তাই তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কোচবিহারের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।”
advertisement
advertisement
তবে এই যোগদানের বিষয় নিয়ে দলত্যাগ করা তৃণমূল কর্মী আইনুল হক জানান, “ওকড়াবাড়ি এলাকায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কর্মীদের স্থান রয়েছে। স্বচ্ছ ভাব মূর্তি নিয়ে ওই এলাকায় তৃণমূল করা সম্ভব নয়। একটা সময় ওকড়াবাড়ি এলাকায় তাঁর হাত দিয়েই দলের সূচনা হয়েছিল। তবে বর্তমান সময়ে তিনি ব্রাত্য। তাই ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিতে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।”
advertisement
তবে ভোটের মুখেই ওকড়াবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের এই ভাঙন তৃণমূল কংগ্রেসের চাপের কারণ হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও এই দলত্যাগ ওকড়াবাড়ি এলাকায় ঘটে যাওয়া গুলিকাণ্ডের প্রতিফলন বলেও মনে করছেন অনেকে। তবে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব এবারের দিনহাটা পঞ্চায়েত নির্বাচন বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
——- Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Panchayat Election 2023: তৃণমূলে বিরাট ভাঙন, চমকে দিল বিজেপি! দলবদলে বড় শোরগোল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement