Latest Bangla News|| বাংলাদেশি-বিএসএফের বন্দুক টানাটানি! তুমুল বচসা! সাতসকালে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

Latest Bangla News: বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গার তেঁতুলেরছড়া এলাকার ঘটনা৷ অভিযোগ, বৃহস্পতিবার সকালে সীমান্তে চার বাংলাদেশি এসেছিলেন। বিএসএফের সন্দেহ হয় তারা গরুপাচারকারী৷

ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ১১ মাস পর ভারত বাংলাদেশের গেদে সীমান্ত থেকে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের উপস্থিতিতে ওই নাবালিকা ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রতীকী ছবি।
ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ১১ মাস পর ভারত বাংলাদেশের গেদে সীমান্ত থেকে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের উপস্থিতিতে ওই নাবালিকা ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রতীকী ছবি।
#কোচবিহার: বিএসএফের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বাংলাদেশির। আহত হয়েছেন আরও একজন।  বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গার তেঁতুলেরছড়া এলাকার ঘটনা৷ অভিযোগ, বৃহস্পতিবার সকালে সীমান্তে চার বাংলাদেশি এসেছিলেন। বিএসএফের সন্দেহ হয় তারা গরুপাচারকারী৷ ফলে বাধা দিলে বিএসএফ-এর সঙ্গে শুরু হয় বচসা। এরপর এক অভিযুক্ত  বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখন বিএসএফ পায়ের দিকে তাক করে গুলি চালায়৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বাংলাদেশি৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জুমান বাবু৷ অভিযুক্ত বাংলাদেশের ওই বাসিন্দা লালমনিরহাটের বাসিন্দা৷ অপর একজন রেজাউল করিম বিএসএফ-এর মারধরে আহত হয়েছেন। তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি আরও দু'জন বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ৷
আরও পড়ুন: দিনভর লেগেই থাকত পুরুষের আনাগোনা! আসত মহিলারাও! কী চলত বুঝতে পারছেন?
প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩০ জন বাংলাদেশিকে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ চাঁড়ালখালি এলাকা থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গত রবিবার ভোর বেলায় কালিন্দী নদী দিয়ে নৌকা করে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে প্রায় ৩০ জন বাংলাদেশি। টহলদারি চালানোর সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের দেখতে পেয়ে আটক করে। তাদের আটক করে রবিবার সকালে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ১১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Latest Bangla News|| বাংলাদেশি-বিএসএফের বন্দুক টানাটানি! তুমুল বচসা! সাতসকালে রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement