Arrest: গাছ কেটে চলছিল অবাধ পাচার! ৩ লক্ষ টাকার কাঠ-সহ গ্রেফতার ৪

Last Updated:

আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে বলে অনুমান। ধৃত সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: হাতি গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল থেকে গাছ কেটে চলছিল কাঠ পাচার। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় হানা দিয়ে ৩লক্ষ টাকার চেরাই কাঠ সহ গ্রেফতার হল ৪ পাচারকারী। ধৃতদের থেকে ৩ লক্ষ টাকার কাঠ-সহ একটি চারচাকা ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বনদফতর।
বনদফতর সূত্রে খবর, বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে এই চক্র বিভিন্ন আসবাবপত্রের দোকানে কম দামে মূল্যবান কাঠ পাচার করত। আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে বলে অনুমান। ধৃত সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
সাতসকালে জনবসতিপূর্ণ এলাকায় আসে দলছুট হাতি। যার জেরে অতিষ্ঠ বাগডোগরা। হাতি দেখতে পেয়েই আতঙ্কে শুরু হয় এলাকাবাসীর মধ্যে। গভীর রাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল, এমনটাই অনুমান বনদফতরের। ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ। হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে শুরু হয় মাইকিং।
advertisement
বনদফতর সূত্রে খবর, জনবসতিপূর্ণ এলাকা হ‌ওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা কর্ডন করে ঘেরা হয়েছে। তবে এলাকায় হাতি দেখতে পেয়ে তুমুল আতঙ্ক শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Arrest: গাছ কেটে চলছিল অবাধ পাচার! ৩ লক্ষ টাকার কাঠ-সহ গ্রেফতার ৪
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement