ফের ধূপগুড়িতে ছেলেধরা সন্দেহে চার মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি !
Last Updated:
ফের ধূপগুড়িতে ছেলেধরা সন্দেহে চার মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি !
#ধূপগুড়ি: ফের ছেলেধরা সন্দেহে চার মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি! ধূপগুড়ির বারোঘরিয়ার পর এবার ডাউকিমারি গ্রাম সাক্ষী হল এই পাশবিক ঘটনার। বারোঘরিয়ায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনায় মুল অভিযুক্ত এক বিজেপি নেতা। তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরমধ্যেই ফের গণপিটুনির ঘটনা!
পুলিশের তরফে জানানো হয়েছে, ডাউকিমারি বাজার এলাকায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। অন্য এক জায়গায়, ছেলে ধরা সন্দেহে আরও দুই মহিলাকে ক্লাব ঘরে আটকে নির্যাতন করা হয় । ঘটনাস্থল থেকে পুলিশ চারজন মহিলাকে উদ্ধার করেছেন।
মহিলাদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চার্য করতে হয়, স্থানীয় মানুষের সঙ্গে ধস্তাধস্তিও হয়। জানা গিয়েছে, চারজন প্রহৃত মহিলাদের মধ্যে গীতা দাস ও মমতা বর্মনের বাড়ি ধূপগুড়ি হাসপাতাল এলাকায়। সারথী সাহানীর বাড়ি ধূপগুড়ি ষ্টেশন মোড়ে এবং পায়েল দাসের বাড়ি শিলিগুড়ি কোর্ট মোড় এলাকায়।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গীতা দাস ও মমতা বর্মন ডাউকিমারিতে ক্ষুদ্র ঋণ সংস্থার অফিসে গিয়েছিলেন। সারথী সাহানী যাচ্ছিলেন তাঁর এক আত্মীয়ের বাড়ি এবং পায়েল দাস কাপড় ফেরী করছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2018 7:12 PM IST