Rajdhani Express: হাতির পালের সঙ্গে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের, ইঞ্জিনসহ ৫ কোচ লাইনচ্যুত
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Salmali Das
Last Updated:
২০-১২-২০২৫ তারিখের রাত প্রায় ০২:১৭ মিনিটে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ্লামডিং ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, যেখানে ২০৫০৭ ডাউন সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি হাতির পালের সাথে ধাক্কা খায়।
২০-১২-২০২৫ তারিখের রাত প্রায় ০২:১৭ মিনিটে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ্লামডিং ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, যেখানে ২০৫০৭ ডাউন সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি হাতির পালের সাথে ধাক্কা খায়। এর ফলে ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে, কোনো যাত্রী হতাহত বা আহত হননি। এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। বিভাগীয় সদর দপ্তরের কর্মকর্তাদের সাথে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে হেল্পলাইন নম্বরগুলো চালু করা হয়েছে, যেগুলো হলো ০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩।
উত্ওউত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এবং লামডিং-এর বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন রেল কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে গেছেন। ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের অন্যান্য কোচে খালি থাকা বার্থগুলোতে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বিচ্ছিন্ন করার পর লাইনচ্যুত ট্রেনটি ০৬:১১ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে রওনা করানো হয়। ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের জন্য অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং ট্রেনটি তার যাত্রা পুনরায় শুরু করবে।
advertisement
ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে যা কোনো নির্দিষ্ট হাতি করিডোর নয়। লোকো পাইলট হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করেন। তবে হাতিগুলো ট্রেনের সাথে ধাক্কা খায়।
advertisement
ওই সেকশন দিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনগুলোকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুনরুদ্ধারের কাজ চলছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য হাতির লাইন পারাপার একটি বড় সমস্যা, যা প্রায়শই ট্রেন চলাচলে বাধা দেয় এবং দুর্ঘটনার কারণ হয়, কারণ হাতিরা খাবারের খোঁজে বা করিডোর হিসেবে ব্যবহৃত পথে যাতায়াত করে; যদিও রেল কর্তৃপক্ষ ‘ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’, আন্ডারপাস নির্মাণ, এবং চালকদের সতর্কতা ও প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করছে, তবুও প্রায়শই দূর্ঘটনা ঘটে এবং এতে হাতি ও মানুষ উভয়েরই ক্ষতি হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 2:41 PM IST








