Sikkim: নর্থ সিকিমে এখনও আটকে প্রায় ২০০ পর্যটক, উদ্ধার ৩০০! কোনওক্রমে ফিরতে হচ্ছে গ্যাংটকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sikkim: সকাল থেকে উদ্ধারকার্য শুরু। চুংথাংয়ের এসডিপিও'র নেতৃত্বে চলছে উদ্ধারকাজ।
#গ্যাংটক: গত ৩-৪ দিনের অবিরাম বৃষ্টির জেরে ধসে বিদ্ধস্ত সিকিম। নর্থ সিকিমের মঙ্গনের সঙ্গে গ্যাংটকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। একাধিক জায়গায় ধস। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে থাকা ৩০০ পর্যটককে ঘুরপথে নামিয়ে আনা হয়েছে গ্যাংটকে। এখনও চুংথাং - লাচেনে আটকে প্রায় ২০০ পর্যটক বোঝাই ৭০টি গাড়ি।
সকাল থেকে উদ্ধারকার্য শুরু। চুংথাংয়ের এসডিপিও'র নেতৃত্বে চলছে উদ্ধারকাজ। গ্রেফ, BRO, সেনা, স্থানীয় পুলিশ ও ট্যুর অপারেটার্সরা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনার চেষ্টা চলছে।
advertisement
তবে, মেঘ সরিয়ে ছন্দে ফিরছে বাংলার পাহাড়। ফের পর্যটকদের ঘুম ভাঙল ঘুমন্ত বুদ্ধ দর্শনে! টানা বৃষ্টি। মেঘের ঘনঘটা। মুখ ভার ছিল পাহাড়ের। অবশেষে মেঘের চাদর সরিয়ে উজ্জ্বল শায়িত বুদ্ধ। বৃহস্পতিবার পাহাড়ের ঘুম ভাঙতেই ঝা চকচকে কাঞ্চন দর্শন। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক প্রায় প্রতিটি ভিউ পয়েন্ট থেকেই দেখা মিলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। হোটেলে আর বন্দি থাকতে হবে না। আর তাই সকাল সকাল পর্যটকেরা ভিড় জমিয়েছেন ভিউ পয়েন্টে। আপ্লুত, রোমাঞ্চিত পর্যটকেরা।
advertisement
যদিও তিস্তায় জারি লাল সংকেত। বুধবার ৮টায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয় ২১৬৪.৩৪ কিউমেক। গত ২৪ ঘন্টায় মালবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ১০২.৭০ মিলিমিটার। তিস্তার জল বাড়তে শুরু করেছে। চিন্তার ভাঁজ তিস্তাপারের বাসিন্দাদের। পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয়ে সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাট ৪৫ মিলিমিটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 11:07 AM IST