North Sikkim: নতুন ধস বাংলা-সিকিম লাইফ লাইনে! রবিতে দিনভর বন্ধ জাতীয় সড়ক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
North Sikkim: নতুন করে ধস বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস। নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক।
সিকিমঃ নতুন করে ধস বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস। নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারীতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশাল টিম।
আরও পড়ুনঃ হাইভোল্টেজ রবিবার! ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল
আজ দিনভর বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক। লিকুভিরের কাছে আটকে পড়া গাড়িগুলিকে ছাড়া হল। ধসের জন্যে দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের। অর্থাৎ দূর্ভোগ বাড়লো। ঘুরপথে শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভা-আলগাড়া হয়ে কালিম্পং, গ্যাংটক চলবে গাড়ি।
advertisement
লিকুভিরে ধস পড়ার মূহূর্ত
advertisement
বাংলা-সিকিম লাইফ লাইন আংশিক খুললো। বৃষ্টি কিছুটা কমায় স্বস্তি। ১০ নং জাতীয় সড়ক দিয়ে একমুখী যান চলাচল শুরু।
তিস্তা আপডেট
জলস্তর অনেকটাই নামলো খরস্রোতা তিস্তায়। তবে উৎকণ্ঠা, উদ্বেগ কাটছে না। কারণ এখনও বৃষ্টি চলছে। আজও বন্ধ কালিম্পং-দার্জিলিং ভায়া তিস্তাবাজার-পেশক রোড। ঘুরপথেই চলছে যান চলাচল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2024 1:08 PM IST