North-East Frontier Railways: টিকিট বিক্রিতে দালালচক্র! নজরে পড়তেই উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে গ্রেফতার ১৭৪

Last Updated:

* ৩৩.২৪ লক্ষ টাকারও অধিক মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার  

টিকিট বিক্রি নিয়ে গ্রেফতারি।
টিকিট বিক্রি নিয়ে গ্রেফতারি।
শিলিগুড়ি: দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে।
সম্প্রতি ০১ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ ০৭ জন দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ১.১৯ লক্ষ টাকারও অধিক মূল্যের ৫৫টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। ০৯ অক্টোবর, ২০২৪ তারিখের একটি ঘটনায় কাটিহারের সিআইবি ও বারসোইয়ের আরপিএফ টিম যৌথভাবে বারসোইয়ে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় এই যৌথ দলটি প্রায় ৫,৭৯০ টাকা মূল্যের দুটো অব্যবহৃত রেলওয়ে টিকিট উদ্ধার করে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে।
advertisement
advertisement
পরবর্তী পদক্ষেপের জন্য বারসোইয়ে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের অন্য আরেকটি ঘটনায় নিউ কোচবিহারের আরপিএফ এবং আলিপুরদুয়ারের সিআইবি ও সিপিডিএস টিম কোচবিহারের ওক্রাবাড়ি বাজারে অবস্থিত ‘বাপি জেরক্স’ নামে একটি দোকানে যৌথ অভিযান চালায়। এই অভিযানের সময় এই দলটি প্রায় ৪৯,৮৪২/- টাকা মূল্যের ১০টি টিকিট (৬,৫০৪.৯৫ টাকার ১টি অব্যবহৃত ই-টিকিট এবং ৪৩,৩৩৭.৩০ টাকার ০৯টি ব্যবহৃত ই-টিকিট) উদ্ধার করে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে।
advertisement
পরবর্তী পদক্ষেপের জন্য নিউ কোচবিহারে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর, ২০২৪ পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন ও ট্রেনে অভিযান চালিয়ে ১৭৪ জন দালালকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৩৩.২৪ লক্ষ টাকা মূল্যের মোট ১২১৫টি টিকিট উদ্ধার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North-East Frontier Railways: টিকিট বিক্রিতে দালালচক্র! নজরে পড়তেই উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে গ্রেফতার ১৭৪
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement