North Dinajpur News: রাত হলেই উৎপাত বাড়ছে স্কুলে! গায়েব হচ্ছে একের পর এক জিনিস, ব্যাপারটা কী
- Published by:Suvam Mukherjee
Last Updated:
স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।শনিবার সকালে ঘটনাটি চোখে পড়তেই চক্ষু চড়কগাছ স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্হানীয় বাসিন্দাদের।
চোপড়া: স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি চোখে পড়তেই চক্ষু চড়কগাছ স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের। বারবার স্কুলে চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি চোপড়া ব্লকের সেখবস্তী প্রাথমিক বিদ্যালয়ের।
স্কুল কতৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্কুলের অফিস রুমের গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্কুলের পড়ুয়ারা। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন শিক্ষকরা।। তাঁরা এসে দেখতে পান, স্কুলের অফিস রুমের তালা ভেঙে শিক্ষকদের বসার জন্য থাকা ছটি চেয়ার, একটি জলের মটর ও মিড ডে মিল রান্না করা আসবাবপত্র গুলি চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
শুধু তাই নয়, মিড ডে মিলের খাদ্য সামগ্রীও বাদ দেয়নি দুষ্কৃতীরা। এর আগে লকডাউনের সময়ও এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এভাবে স্কুলে চুরি হওয়ায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে, বারবার স্কুলে চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
advertisement
স্থানীয় অভিযোগ, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছে।। পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। যদি এই ভাবে চুরির ঘটনাটা ঘটে তাহলে বাচ্চাদের কথা কে ভাববে, প্রশ্ন স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
চঞ্চল মোদক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 11:38 PM IST