চোপড়া: স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি চোখে পড়তেই চক্ষু চড়কগাছ স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের। বারবার স্কুলে চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি চোপড়া ব্লকের সেখবস্তী প্রাথমিক বিদ্যালয়ের।
স্কুল কতৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্কুলের অফিস রুমের গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্কুলের পড়ুয়ারা। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন শিক্ষকরা।। তাঁরা এসে দেখতে পান, স্কুলের অফিস রুমের তালা ভেঙে শিক্ষকদের বসার জন্য থাকা ছটি চেয়ার, একটি জলের মটর ও মিড ডে মিল রান্না করা আসবাবপত্র গুলি চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
শুধু তাই নয়, মিড ডে মিলের খাদ্য সামগ্রীও বাদ দেয়নি দুষ্কৃতীরা। এর আগে লকডাউনের সময়ও এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এভাবে স্কুলে চুরি হওয়ায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে, বারবার স্কুলে চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো
আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে
স্থানীয় অভিযোগ, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছে।। পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। যদি এই ভাবে চুরির ঘটনাটা ঘটে তাহলে বাচ্চাদের কথা কে ভাববে, প্রশ্ন স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police