North Dinajpur News: সমাজসেবা তাঁর নেশা! আন্তর্জাতিক স্বীকৃতি মিলল রায়গঞ্জের সুব্রতর

Last Updated:

এখনও পর্যন্ত সুব্রত সরকার সমাজসেবার জন্য মোট ১০৪ বার রক্তদান করেছেন। এছাড়া তার হাত ধরে এক হাজারেরও বেশি মহিলা স্বনির্ভর হয়েছেন এবং দশ হাজারের বেশী মানুষকে তিনি রক্তদানে উদ্বুদ্ধ করেছেন।

+
সুব্রত

সুব্রত সরকার

উত্তর দিনাজপুর: সমাজ সেবামূলক কাজের জন্য আমেরিকান বুক অফ রেকর্ড ও লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পক্ষ থেকে জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রায়গঞ্জের সুব্রত সরকার।
সমাজসেবা মূলক কাজের জন্য প্রথমেই নাম উঠে আসে তুলসী তলার নিবাসী সুব্রত সরকারের। দীর্ঘ ১৯৭৬ সাল থেকে বাবার হাত ধরে সমাজ সেবার কাজে নিযুক্ত হয়েছিলেন তিনি।
পরবর্তীতে ১৯৯৫ সালে রেড ক্রসে যোগ দেন। সেখানেও রক্তদান, চক্ষু অপারেশনের কাজ করেছিলেন। তারপর ১৯৯৮ সালে তিনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামে আসেন।
advertisement
advertisement
এখনও পর্যন্ত সুব্রত সরকার সমাজসেবার জন্য মোট ১০৪ বার রক্তদান করেছেন। এছাড়া তার হাত ধরে এক হাজারেরও বেশি মহিলা স্বনির্ভর হয়েছেন এবং দশ হাজারের বেশী মানুষকে তিনি রক্তদানে উদ্বুদ্ধ করেছেন।
সুব্রত সরকার জানান, বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি সমাজসেবামূলক কাজে৷  একসময় তিনি রামকৃষ্ণ সংঘের দায়িত্বও পালন করেছেন। জোড়া আন্তর্জাতিক সম্মান পাওয়ার পর সুব্রত সরকারের এখন লক্ষ্য রক্তের সংকট দূর করা এবং থ্যালাসিমিয়া মুক্ত সমাজ তৈরি করা।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: সমাজসেবা তাঁর নেশা! আন্তর্জাতিক স্বীকৃতি মিলল রায়গঞ্জের সুব্রতর
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement