৪৩ বছর পর আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠক বসতে চলেছে পাহাড়ে
Last Updated:
গত ৪৩ বছরে যেটা সম্ভব হয়নি ৷ আজ, বৃহস্পতিবার তেমনটাই ঘটতে চলেছে পাহাড়ে
#দার্জিলিং: গত ৪৩ বছরে যেটা সম্ভব হয়নি ৷ আজ, বৃহস্পতিবার তেমনটাই ঘটতে চলেছে পাহাড়ে ৷ আজ দুপুর দু’টো নাগাদ রাজভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে ৷ ৪৩ বছর পর ফের পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক বসবে আজ ৷ পাহাড়ের জন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে ৷
এদিকে আজই পাহাড়ে প্রতিবাদ মিছিল করবে মোর্চা ৷ দার্জিলিঙের ৯ জায়গায় মিছিল হবে ৷ জমায়েত হবে ভানু ভবনের সামনে ৷ সেখানেই মোর্চা নেতারা অবস্থান বিক্ষোভ করবেন ৷ মোর্চা প্রধান বিমল গুরুং-সহ উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা ৷
গোর্খাল্যান্ডের স্লোগানেও পুরভোটে পাহাড়ে তৃণমূলের উত্থান ঠেকানো যায়নি। পাহাড়কে রাজ্যসভার সাংসদও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বিমল গুরুঙ্গদের ‘কলকাতায় বসে পাহাড়বাসীকে শাসনের’ অভিযোগের জবাব দিতে দ্বিমুখী চাল দিলেন মুখ্যমন্ত্রী। এক দিকে, দার্জিলিঙের সর্বত্র চষে ফেললেন জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে। অন্য দিকে, এখানে মন্ত্রিসভার বৈঠক বসিয়ে বোঝাতে চাইলেন, পাহাড় বাংলার কতটা অবিচ্ছেদ্য অংশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2017 9:25 AM IST