শিলিগুড়িতে সাফারি পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চ এবার বাংলায়। শিলিগুড়ির কাছে রাজ্যের প্রথম সাফারি পার্ক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে সাফারি পার্কের জন্য খরচ করা হয়েছে আশি কোটি টাকা । আপাতত হাতি, গন্ডার, হরিণ দেখা যাবে সাফারি পার্কে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের আশা, এবার শিলিগুড়িতেও বাড়বে ব্যবসা। বিকেলে দার্জিলিঙ পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আগামিকাল শেরপাদের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বলে জানা গিয়েছে।

#শিলিগুড়ি: আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চ এবার বাংলায়। শিলিগুড়ির কাছে রাজ্যের প্রথম সাফারি পার্ক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে সাফারি পার্কের জন্য খরচ করা হয়েছে আশি কোটি টাকা । আপাতত হাতি, গন্ডার, হরিণ দেখা যাবে সাফারি পার্কে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের আশা, এবার শিলিগুড়িতেও বাড়বে ব্যবসা। বিকেলে দার্জিলিঙ পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আগামিকাল শেরপাদের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বলে জানা গিয়েছে।
২৯৭ একর জমির উপর মহানন্দা অভয়ারণ্যে গড়ে উঠেছে বেঙ্গল সাফারি পার্ক ৷ প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা ৷ সাফারি পার্কে আনা হয়েছে ২টি হাতি, ২টি গন্ডার, বেশ কয়েকটি হরিণ, পাখি ও বন বিড়াল ৷ পর্যটকদের জন্য নামানো হয়েছে ৫টি বাস ৷ বন দফতর, পর্যটন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সাফারি পার্ক ৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেত্রী জানান, এক মাসের জন্য বিনা খরচে সাফারি পার্ক ঘুরতে পারবেন স্থানীয়রা। উদ্বোধনের পর ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে সাফারি পার্ক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে সাফারি পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement