বাম কর্মসূচি বয়কট ফব-য়ের, বামকে ভোট দেওয়ার আহবান অধীরের

Last Updated:

জোট তত্ত্বে গৃহদ্বন্দ্ব আরও বাড়ল বামফ্রন্টে ৷ বামেদের সব কর্মসূচি বয়কট করল ফরওয়ার্ড ব্লক ৷ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বামেদের সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল ফব ৷ রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল জেলা ফরওয়ার্ড ব্লক ৷ বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কংগ্রেসের জোট কর্মসূচি সম্বন্ধে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জলপাইগুড়ি ফব নেতা গোবিন্দ রায় ৷ উল্লেখ্য, ওই কেন্দ্রে জোটপ্রার্থী দিয়েছে কংগ্রেস ৷

#জলপাইগুড়ি: জোট তত্ত্বে গৃহদ্বন্দ্ব আরও বাড়ল বামফ্রন্টে ৷ বামেদের সব কর্মসূচি বয়কট করল ফরওয়ার্ড ব্লক ৷ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বামেদের সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল ফব ৷ রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল জেলা ফরওয়ার্ড ব্লক ৷ বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কংগ্রেসের জোট কর্মসূচি সম্বন্ধে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জলপাইগুড়ি ফব নেতা গোবিন্দ রায় ৷ উল্লেখ্য, ওই কেন্দ্রে জোটপ্রার্থী দিয়েছে কংগ্রেস ৷
অন্যদিকে, সরাসরি বামেদের ভোট দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ রাজ্যের নেতা-কর্মীদের বাম প্রার্থীদের ভোট দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসপ্রার্থী নেই এমন কেন্দ্রে বামপ্রার্থীকে ভোট দিন ৷ বামেদের জয় নিশ্চিত করতে সবরকম সহযোগিতা করুন ৷’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাম কর্মসূচি বয়কট ফব-য়ের, বামকে ভোট দেওয়ার আহবান অধীরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement