বাম কর্মসূচি বয়কট ফব-য়ের, বামকে ভোট দেওয়ার আহবান অধীরের
Last Updated:
জোট তত্ত্বে গৃহদ্বন্দ্ব আরও বাড়ল বামফ্রন্টে ৷ বামেদের সব কর্মসূচি বয়কট করল ফরওয়ার্ড ব্লক ৷ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বামেদের সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল ফব ৷ রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল জেলা ফরওয়ার্ড ব্লক ৷ বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কংগ্রেসের জোট কর্মসূচি সম্বন্ধে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জলপাইগুড়ি ফব নেতা গোবিন্দ রায় ৷ উল্লেখ্য, ওই কেন্দ্রে জোটপ্রার্থী দিয়েছে কংগ্রেস ৷
#জলপাইগুড়ি: জোট তত্ত্বে গৃহদ্বন্দ্ব আরও বাড়ল বামফ্রন্টে ৷ বামেদের সব কর্মসূচি বয়কট করল ফরওয়ার্ড ব্লক ৷ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে বামেদের সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল ফব ৷ রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল জেলা ফরওয়ার্ড ব্লক ৷ বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কংগ্রেসের জোট কর্মসূচি সম্বন্ধে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জলপাইগুড়ি ফব নেতা গোবিন্দ রায় ৷ উল্লেখ্য, ওই কেন্দ্রে জোটপ্রার্থী দিয়েছে কংগ্রেস ৷
অন্যদিকে, সরাসরি বামেদের ভোট দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ রাজ্যের নেতা-কর্মীদের বাম প্রার্থীদের ভোট দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসপ্রার্থী নেই এমন কেন্দ্রে বামপ্রার্থীকে ভোট দিন ৷ বামেদের জয় নিশ্চিত করতে সবরকম সহযোগিতা করুন ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2016 5:32 PM IST