West Bengal Weather Update || উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সাময়িক বিরতি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
- Published by:Rachana Majumder
Last Updated:
West Bengal Weather Update || হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়।
#জলপাইগুড়ি: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আপাতত বিরতি। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দেশজুড়ে বাড়বে মৌসুমি বায়ুর প্রভাব। পূর্ব-পশ্চিম অক্ষরেখা নীচের দিকে নেমে যাওয়ায় উত্তরবঙ্গে সাময়িক ভাবে বৃষ্টি কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন : কলকাতার ক্লাবগুলিতে রোয়িংকে নিরাপদ করতে বিশেষ দাবি ও প্রস্তাব পরিবেশবিদদের
বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খন্ড ও বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
advertisement
advertisement
এই মুহূর্তে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এটি উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এই রেখা নীচের দিকে নামার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে উত্তরবঙ্গের বৃষ্টি। অন্যদিকে পশ্চিমী হাওয়া সক্রিয় হচ্ছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় আছে।
advertisement
আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং মুম্বাইসহ মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায়। ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিহার ঝাড়খন্ড ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
June 22, 2022 11:32 AM IST