North Bengal Train Accident Update: ময়নাগুড়িতে স্বয়ং মন্ত্রী, দুর্ঘটনায় কার জন্য কত ক্ষতিপূরণ রেলের?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে আগেই জানিয়েছে রেল (North Bengal Train Accident Update)।
#জলপাইগুড়ি: বৃহস্পতিবার দোমহনীতে ভয়াবহ রেল দুর্ঘটনার খবরে শিউড়ে উঠেছে গোটা দেশ (North Bengal Train Accident Update)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত জানা গিয়েছে। ২৬ জন আহত হয়েছেন, এবং ১০ জনের জখম গুরুতর। দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে আগেই জানিয়েছে রেল (North Bengal Train Accident Update)। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তাঁর দাবি, ইঞ্জিনে কী ধরনের ত্রুটি ছিল বা তার পিছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ খুব শিগগিরই তদন্ত শেষ হবে বলেও আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী৷
এরই সঙ্গে রেল বোর্ডের তরফে মৃত ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে (North Bengal Train Accident Update)। গতকালই ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রেল। শুক্রবার সেই আর্থিক অঙ্ক জানানো হয়েছে। রেল দুর্ঘটনায় আহত ২৬ জনকে ২৫ হাজার টাকা করে ৬ লক্ষ ৫০ হাজার টাকা, গুরুতর জখম ১০ জনকে ১ লক্ষ করে ১০ লক্ষ এবং মৃত ৯ জনের পরিবারকে ৫ লক্ষ করে মোট ৪৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত এই টাকা দুর্ঘটনাগ্রস্ত ও মৃতদের পরিবারকে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: শেষ ফোনটা আর ধরা হয়ে ওঠেনি... জলপাইগুড়িতে স্বজনহারাদের কান্নায় ভারী মর্গের বাতাস
এ দিন সকালেই জলপাইগুড়ির দোমহনীতে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ প্রথম থেকেই মনে করা হচ্ছিল, সম্ভবত রেল লাইনে ফাটলের মতো কোনও সমস্যার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ যাত্রীদের একাংশের দাবি ছিল, অস্বাভাবিক গতিতে ছুটছিল ট্রেন৷ কিন্তু রেলকর্তাদের দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর রেলমন্ত্রী বলেন, 'আমি নির্দিষ্ট ভাবে বলছি, এই দুর্ঘটনার সঙ্গে রেল লাইনের ত্রুটি বা অতিরিক্ত গতির কোনও সম্পর্ক নেই৷ যেটুকু আমি বুঝতে পেরেছি, ইঞ্জিনের কোনও ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে৷ তবে কেন এই ত্রুটি হল, নির্দিষ্ট যন্ত্রাংশ খুলে পরীক্ষার পরই তা বোঝা সম্ভব হবে৷'
advertisement
advertisement
আরও পড়ুন: ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে খেলনা, খাবার! উদ্ধার সব যাত্রী, শুরু লাইন পরিষ্কারের কাজ
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলার পর আজ সকাল থেকে দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের বগিগুলিকে (North Bengal Train Accident Update) সরিয়ে দিয়ে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷ রেল এবং উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে, ট্রেনের ভিতরে আর কোনও যাত্রীই আটকে নেই৷ তার পরই ক্রেনের সাহায্যে বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 4:11 PM IST