North Bengal: 'মায়ের সঙ্গে তুমি এমনটা করতে পারলে...!' বাবাকে চরম 'শাস্তি' ছেলের! শিউরে উঠল ফাঁসিদেওয়া
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal: বুধবার বাড়ি থেকে মৃতের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: বাবার পরকীয়া সম্পর্ক, এতেই দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি! এর জেরে ছেলের হাতে খুন হল বাবাকে। ফাঁসিদেওয়ার কান্তিভিটার এলাকার ঘটনা। মৃত ভুজেল মুর্মু গয়াগঙ্গা চা বাগানের শ্রমিক।
বুধবার বাড়ি থেকে মৃতের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। বাড়ির উঠোনেই পড়েছিল মৃতদেহ। জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, মাকে কটুক্তি করায় রাগের বসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন!
advertisement
advertisement
এদিন মৃতের ছেলে প্রতাপ মুর্মু ধারালো অস্ত্র দিয়ে খুন করে বাবাকে। খবর পেয়ে ফাঁসিদেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। ঘটনায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত প্রতাপ মূর্মূ। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই পরিবারের সমস্যা চলছিল। আগে এ নিয়ে বাড়িতে সালিশিও বসেছিল। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 4:20 PM IST