Sikkim Flash Flood: সিকিমে আটকে বঙ্গের প্রায় ২০০০ পর্যটক! হড়পা বানে নিখোঁজ ১৪, তিনটি মৃতদেহ উদ্ধার

Last Updated:

ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৪টি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে মোট ৩৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, অন্যত্র সরানো হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে৷

উত্তরবঙ্গ: উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি৷ লেক লুনকে জল প্লাবনে চুঙথাং বাঁধে ফাটল৷ বানভাসি সিকিমের একাধিক এলাকা৷ ভেঙেছে কংক্রিটের ব্রিজ৷ ধসে গিয়েছে জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের উপরেও জলের বিপুল চাপ এসেছে পড়েছে৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিকেলে একটি বিবৃতির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা জানাল নবান্ন৷
বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24×7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷
আরও দেখুন: সিকিমে ভয়াবহ দুর্যোগ! পর্যটকদের ফেরাতে কলকাতা পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা, শিলিগুড়িতে বসল হেল্প ডেস্ক
উত্তরবঙ্গে এখনও পর্যন্ত তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে৷ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর থেকে খোঁজ মিলছে না সিকিম সীমানা সংলগ্ন কালিম্পংয়ের লাভা ব্লকের ১৪ জন বাসিন্দার৷ তাঁদের মধ্যে ১৩ জন রংপো ফরেস্ট ভ্যালির বাসিন্দা৷ এক জন তারখোলার৷
advertisement
advertisement
ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৪টি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে মোট ৩৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, অন্যত্র সরানো হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে৷ জলপাইগুড়ির দোমোহনির কাছে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে তিস্তা নদী৷
advertisement
গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে প্রায় ৪০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি৷ ফলে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে৷ যদিও হাওড়া ও হুগলিতে নদীর জলস্তর কমতে শুরু করেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৫টি দল৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Flash Flood: সিকিমে আটকে বঙ্গের প্রায় ২০০০ পর্যটক! হড়পা বানে নিখোঁজ ১৪, তিনটি মৃতদেহ উদ্ধার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement