North Bengal Situation: ফের জল বাড়তে পারে তিস্তায়! কালিম্পং-জলপাইগুড়িকে সতর্ক করল নবান্ন, সিকিমে মৃত ১১
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তিস্তার জলস্তর ফের বাড়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনে আরও বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর।
উত্তরবঙ্গ: সিকিমের বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গেও ভয়াবহ পরিস্থিতি৷ গতকাল দোমহনির কাছে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছিল তিস্তার জল৷ সূত্রের খবর, সিকিমের চুমথাং এলাকায় প্রবল বৃষ্টির জেরে ফের জল বাড়ছে তিস্তায়৷ তা নিয়ে উত্তরবঙ্গের একাধিক জেলার জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে নবান্ন৷
নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার জেলাশাসকদের সতর্ক করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর টিম৷ বিশেষ নজর দেওয়া হয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুন: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল! তৃণমূলের রাজভবন অভিযানের দিনই চলে যাচ্ছেন কালিম্পং
তিস্তার জলস্তর ফের বাড়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনে আরও বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: বীভৎস অবস্থা উত্তরবঙ্গের! রাজ্যের একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট, কবে থামবে দুর্যোগ!
উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ নিখোঁজ প্রায় ৮৪ জন৷ মঙ্গলবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে প্লাবন দেখা দেয় সিকিমের লেক লুনকে৷ যার জেরে চুঙথাং বাঁধেও আসে ফাটল৷
advertisement
সব মিলিয়ে বানভাসি হয় সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ভাঙে কংক্রিটের ব্রিজ৷ ধসে যায় জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজের উপরেও এসেছে পড়েছে জলের বিপুল চাপ৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Oct 05, 2023 2:19 PM IST









