North Bengal: বাংলার মহিলাদের মধ‍্যে প্রথম, এশিয়ান ক‍্যারাটে ফেডারেশনের বিচারক উত্তরবঙ্গের মেয়ে

Last Updated:

North Bengal- বরাবরই স্রোতের বিপরীতে চলেছেন তিনি।সমাজের নানান বিধিনিষেধ উপেক্ষা করে এশিয়ান ক‍্যারাটের জাজ হয়ে নিজের নাম উজ্জ্বল করলেন আলিপুরদুয়ারের সপ্তপর্ণী চক্রবর্তী।

+
সপ্তপর্ণী

সপ্তপর্ণী চক্রবর্তী 

আলিপুরদুয়ার: বরাবরই স্রোতের বিপরীতে চলেছেন তিনি। সমাজের নানা বিধিনিষেধ উপেক্ষা করে এশিয়ান ক‍্যারাটের জাজ হয়ে নিজের নাম উজ্জ্বল করলেন আলিপুরদুয়ারের সপ্তপর্ণী চক্রবর্তী।
ছোটবেলা থেকেই ক‍্যারাটের প্রতি টান ছিল তাঁর। সেই সময় মেয়েরা ক‍্যারাটে শিখবে, তা নিয়েই হত নানান রকম সমালোচনা। কিন্তু সপ্তপর্ণী চক্রবর্তীর লক্ষ্য ছিল স্থির। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ক‍্যারাটের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
নিজেকে প্রমাণ করার জন‍্য যথেষ্ট কাঠখড় পুড়িয়েছেন তিনি। সপ্তপর্ণীকে দেখেই ক‍্যারাটের প্রশিক্ষণ নিতে এগিয়েছে জেলার প্রচুর মেয়ে।সপ্তপর্ণী চক্রবর্তী জানান, “খেলা বা কাজের কোনও ভাগ হয় না। ছেলে, মেয়ে উভয়েই খেলতে পারে, যদি মনের ইচ্ছে থাকে। আমি তো বর্তমানে চা বলয়ের ছেলেমেয়েদের বিনামুল‍্যে ক‍্যারাটে প্রশিক্ষণ দিচ্ছি। এশিয়ান ক‍্যারাটে ফেডারেশনের জাজ হলাম। তা আমার পরম প্রাপ্তি।”
advertisement
advertisement
আরও পড়ুন- মাঠের বাইরেও চালিয়ে খেলছেন বৈভব! ইংল্যান্ডে ২ কিশোরীর সঙ্গে ছবি ভাইরাল! জেনে নিন বিস্তারিত
ক্যারাটের দুটি বিভাগ কাতা ও কুমিতে পরীক্ষায় সফল হয়েছেন তিনি। শ্রীলঙ্কায় এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। সেখানেই মিলেছে সাফল‍্য। আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা এই যুবতী। পশ্চিমবঙ্গে মহিলাদের মধ‍্যে প্রথম জাজ হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এই খবর জানার পরে খুশির হাওয়া বইছে সপ্তপর্নীর পরিবার ও এলাকায়। বিশেষ করে এই জেলার আরও মেয়ে যাতে এই খেলার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে,তার জন‍্য গার্লস স্কুলগুলিতেও ক্লাস করান সপ্তপর্ণী। তিনি আলিপুরদুয়ারে ফিরতেই খুশির হাওয়া এলাকায়।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: বাংলার মহিলাদের মধ‍্যে প্রথম, এশিয়ান ক‍্যারাটে ফেডারেশনের বিচারক উত্তরবঙ্গের মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement