North Bengal News: উত্তরবঙ্গের মাথায় কবে উঠবে নতুন মুকুট? চার লেনের চওড়া ব্রিজ...সঙ্গে ছুটবে রেল! ১ হাজার ১২৫ কোটির নতুন ‘করোনেশন সেতু’

Last Updated:

ইতিমধ্যেই ১০ টনের বেশি ওজনের গাড়ি করোনেশন সেতুর উপর দিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন ডুয়ার্সের লাইফলাইন যে সেতু, তার উপর দিয়ে যদি ১০ টনের ওজনের গাড়ি না যাতায়াত করতে পারে তাহলে সেনা বাহিনীর গাড়ি যাতায়াত করবে কীভাবে?

News18
News18
কলকাতা: করোনেশন সেতু৷ ৬.৭ মিটার প্রস্থ, সংকীর্ণ। বছরের পর বছর ধরে, কাঠামোটি অনেক দুর্যোগ সয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার কাঠামোর এবং যানবাহনের উপর ভার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেহেতু যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তাই বর্তমানে করোনেশন সেতুর একটি বিকল্প অত্যন্ত প্রয়োজন সামনে এসেছে।
শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে সেবকে অবস্থিত সেতুটি ১৯৪১ সালে ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের স্মরণে নির্মিত হয়েছিল। সেতুটি জাতীয় সড়ক ৩১সি বরাবর অবস্থিত, যা ডুয়ার্স এবং উত্তর-পূর্ব ভারতের সাথে সংযোগকারী দুটি প্রধান সড়কের মধ্যে একটি।
সিকিমের চিন সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় সেতুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, রাজ্য সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সম্প্রতি বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তাদের সাথে প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করার জন্য একাধিক বৈঠক করেছেন। নতুন সেতুটির আনুমানিক খরচ এখন ১,১২৫ কোটি টাকা।
advertisement
advertisement
প্রস্তাব অনুসারে, নতুন সেতুটি সেবকে বিদ্যমান রেল সেতুর সমান্তরালে চলবে। নতুন সেতুটিতে চার লেনের মোট প্রস্থ কমপক্ষে ১৪ মিটার হবে। দ্বিতীয় সেবক ব্রিজ দ্রুত তৈরির দাবি জোরাল হচ্ছে ক্রমশ। হচ্ছে, হবে নয় পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নিক কেন্দ্র ও রাজ্য উভয়পক্ষই। এই দাবি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ডুয়ার্সের সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই দাবির পক্ষে সওয়াল করতে ডুয়ার্সে তৈরি হয়েছে, ‘ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রির্ফমস’ নামে একটি মঞ্চ। যেখানে ডুয়ার্সের বিশিষ্ট ব্যক্তিরা যেমন আছেন তেমনি আছে সাধারণ মানুষ।
advertisement
অরাজনৈতিক এই সংগঠনের বক্তব্য, গত কয়েক বছর ধরেই কেন্দ্র বা রাজ্য একাধিক সময় এই সেতু নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবার সেতু বানানোর চূড়ান্ত কাজ করা হোক। ডুয়ার্সের সাথে শিলিগুড়ির যোগাযোগ সহজ করতে ব্রিটিশ আমলে বানানো হয় করোনেশন ব্রিজ৷ সেতুর মেয়াদ প্রায় শেষ৷ সেতুর শরীরে একাধিক জায়গায় ফাটল ধরা দিয়েছে। কয়েকটি জায়গা বিশেষ করে পিলার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও ভাবে এই সেতু আরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে শিলিগুড়ির সাথে ডুয়ার্সের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি ভুটানের সাথে যোগাযোগও বন্ধ হয়ে যাবে।
advertisement
ইতিমধ্যেই ১০ টনের বেশি ওজনের গাড়ি করোনেশন সেতুর উপর দিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন ডুয়ার্সের লাইফলাইন যে সেতু, তার উপর দিয়ে যদি ১০ টনের ওজনের গাড়ি না যাতায়াত করতে পারে তাহলে সেনা বাহিনীর গাড়ি যাতায়াত করবে কীভাবে?
advertisement
এই সংগঠনের অন্যতম সদস্য চন্দন রায় জানিয়েছেন, “এখন না হয় মালবাজারে স্বাস্থ্য ব্যবস্থা ভাল করা হয়েছে। কিন্তু অনেক সময়েই রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। করোনেশন সেতু ও তার সংযোগকারী রাস্তার যা হাল তাতে প্রতিদিনই নানা বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ল্যান্ডস্লাইড হলে, আর কথাই নেই। দীর্ঘ যানজট। একেবারে অনিশ্চিত হয়ে পড়ে ডুয়ার্সের মানুষের যাতায়াত। তাই প্রতিশ্রুতি বা হচ্ছে, হবে নয় আমাদের এই এলাকার মানুষদের কথা ভেবে দ্রুত দ্বিতীয় সেবক ব্রিজ কাজ শুরু করা হোক।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: উত্তরবঙ্গের মাথায় কবে উঠবে নতুন মুকুট? চার লেনের চওড়া ব্রিজ...সঙ্গে ছুটবে রেল! ১ হাজার ১২৫ কোটির নতুন ‘করোনেশন সেতু’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement