Alipurduar News: আলিপুরদুয়ারে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ! মাদারিহাটে শুরু হয়েছে বিসর্জন মেলা, চলবে তিনদিন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal news: মাদারিহাটের ঐতিহ্যবাহী বিসর্জন মেলার আনন্দে শামিল হতে বহু মানুষ হাজির হন। মাদারিহাটের জলদাপাড়া জঙ্গলের পাশেই রয়েছে হলং নদী, প্রতিমা নিরঞ্জনের আয়োজন হয় প্রতি বছর।
আলিপুরদুয়ার: মাদারিহাটের ঐতিহ্যবাহী বিসর্জন মেলার আনন্দে শামিল হতে বহু মানুষ হাজির হন। মাদারিহাটের জলদাপাড়া জঙ্গলের পাশেই রয়েছে হলং নদী, প্রতিমা নিরঞ্জনের আয়োজন হয় প্রতি বছর। এই উপলক্ষে একটি মেলার আয়োজন হয় হলং নদীর ধারে। তিনদিন ধরে চলে এই মেলাটি।
মেলায় হাজির হন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।প্রতিমা নিরঞ্জন হয়ে গেলেই এই মেলায় আসতে দেখা যায় শোভাযাত্রার সঙ্গে আসা মানুষদের। তবে উপরি পাওনা দেশ ও বিদেশের পর্যটকেরা। জলদাপাড়ায় বেড়াতে এসে ঢাকের আওয়াজ শুনে ঘরে মন টেকেনা কোনও পর্যটকেরই। হলং নদীর ঘাটে এসে প্রতিমা নিরঞ্জন দেখার পাশাপাশি মেলা দেখে আনন্দ উপভোগ করেন তাঁরা।
advertisement
advertisement
অসম থেকে আগত নয়ন রায় চৌধুরী নামের এক পর্যটক জানান, বেড়াতে এসে প্রতিমা নিরঞ্জন দেখব, এ এক অন্য অভিজ্ঞতা। চারদিকে এত খুশি, এত রঙ দেখে সত্যি খুব ভাল লাগল।
মাদারিহাটের হলং নদীর প্রতিমা নিরঞ্জন ঘাটে আসে মুলত কালচিনি ব্লক ও বীরপাড়া-মাদারিহাট ব্লকের প্রতিমাগুলি। মেলাতে তিনদিন ধরে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম হয়। ঐতিহ্যবাহী এই ঘাটকে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে পরিস্কার করে ফেলতে দেখা যায় সাফাইকর্মীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2024 5:37 PM IST








