North Bengal Medical College: অমানবিক ছবি...! কুকুরে মৃতদেহ খুবলে খাওয়ার অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে! জায়গায় জায়গায় রক্তের দাগ, মুখে কুলুপ কর্তৃপক্ষের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
North Bengal Medical College: ফের অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! হাসপাতালের করিডরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুবলে নিল কুকুর। বিষয়টি নিয়ে মুখে কুলুপ মেডিক্যাল কর্তৃপক্ষের।উত্তরবঙ্গ মেডিক্যাল ক্যানসার বিভাগের করিডোরে মৃতদেহের পা খুবলে খাওয়ার ঘটনা ঘটে। পরে তা উদ্ধার করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পড়ে রয়েছে রক্তের দাগ।
শিলিগুড়ি: ফের অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! হাসপাতালের করিডরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুবলে নিল কুকুর। বিষয়টি নিয়ে মুখে কুলুপ মেডিক্যাল কর্তৃপক্ষের।উত্তরবঙ্গ মেডিক্যাল ক্যানসার বিভাগের করিডোরে মৃতদেহের পা খুবলে খাওয়ার ঘটনা ঘটে। পরে তা উদ্ধার করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পড়ে রয়েছে রক্তের দাগ।
সূত্রের খবর, অঙ্কোলজি বিভাগের করিডোরের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়েছিল। দাবি করা হচ্ছে, একটি কুকুর দেহের একটি পা খুবলে খাচ্ছিল। এ খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক তৎপরতায় মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও এ ব্যাপারে হাসপাতালের তরফে কোনও অধিকারিক মুখ খুলতে চাইছেন না।
advertisement
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে শুয়ে থাকেন। এরকমই কোনও অসুস্থ ভবঘুরের মৃতদেহ এটি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছেসূত্রের খবর, অঙ্কোলজি বিভাগের করিডোরের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়েছিল। দাবি করা হচ্ছে, একটি কুকুর দেহের একটি পা খুবলে খাচ্ছিল। এ খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক তৎপরতায় মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও এ ব্যাপারে হাসপাতালের তরফে কোনও অধিকারিক মুখ খুলতে চাইছেন না।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে শুয়ে থাকেন। এরকমই কোনও অসুস্থ ভবঘুরের মৃতদেহ এটি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, সকালে সাফাই কর্মীরা মৃতদেহ দেখেই খবর দেয় কর্তৃপক্ষকে এরপর মৃতদেহ সরিয়ে ফেলা হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। মেডিক্যাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে এই ঘটনায়। প্রসঙ্গত এক বছর আগেও কাটা হাট খুবলে খাওয়ার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 2:05 PM IST