বিপর্যস্ত উত্তরবঙ্গে কোন কোন ট্রেন ঘুরপথে চলছে? কোন কোন ট্রেনের চলাচল সংক্ষিপ্ত করা হল? বিজ্ঞপ্তি জারি করল রেল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এর জেরেই বেশ কিছু ট্রেন বাতিল করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল বিভাগ। এবারে কোন কোন ট্রেন পরিবর্তিত সময়ে ছাড়বে এবং কোন কোন ট্রেন ঘুরপথে চালানো হবে তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এর জেরেই বেশ কিছু ট্রেন বাতিল করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল বিভাগ। এবারে কোন কোন ট্রেন পরিবর্তিত সময়ে ছাড়বে এবং কোন কোন ট্রেন ঘুরপথে চালানো হবে তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-
১৩১৪২ নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ তিস্তা তোর্ষা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে আজ অর্থাৎ ৫/১০/২০২৫-এ সন্ধ্যা সাড়ে ছ’টায় ছাড়বে।
advertisement
১৫৭০৪ বনগাইগাঁও- নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার পর্যন্ত চলবে। অন্যদিকে, নিউ কোচবিহার-নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেল সূত্রে বহু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। সেই ট্রেন গুলির মধ্য়ে উল্লেখযোগ্য হল-
advertisement
২০৫০ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। গতকাল অর্থাৎ ০৪/১০/২০২৫ রওনা হওয়া এই ট্রেনটিকে নিউ কোচবিহার থেকে মাথাভাঙা, ময়নাগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘুরিয়ে দেওয়া হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দুই মিনিটের স্টপেজ দেওয়া হবে।
একই ভাবে ১২৪২৩ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। নিউ কোচবিহার হয়ে মাথাভাঙা, জামালদহ গোপালপুর, ময়নাগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোডে ঘুরিয়ে দেওয়া হবে। মাথাভাঙা স্টেশনে দুই মিনিটের স্টপেজ দেওয়া হবে।
advertisement
২০৫০৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসও গতকাল রওনা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিবর্তিত হয়ে এই ট্রেনের গতিপথও। জলপাইগুড়ি রোডের পরিবর্তে নিউ চ্যাংড়াবান্দা হয়ে মাথাভাঙা, নিউ কোচবিহার, হয়ে ধুপগুড়ির দিকে পরিবর্তিত করা হয়েছে।
ট্রেন নম্বর ১২৪২৪ নতুন দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস গতকাল রওনা হওয়া ট্রেনটির গতিপথও পরিবর্তিত হয়েছে। ট্রেনটি জলপাইগুড়ি রোড – নিউ চ্যাংরাবান্ধা – মাথাভাঙা – নিউ কোচবিহার রুটে চালানো হবে।
advertisement
এর ফলে আগের নির্ধারিত রুট জলপাইগুড়ি রোড – ধূপগুড়ি – নিউ কোচবিহার দিয়ে ট্রেনটি চলবে না। এই পরিবর্তনের ফলে রানিনগর জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত কোনো স্টেশনে ট্রেনেটি থামবে না।
ট্রেন নম্বর ০৫৯৩২ ডিব্রুগড় – কলকাতা পূজা স্পেশাল বর্তমানে ধূপগুড়ি স্টেশনে আটক রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির রেক নিউ কোচবিহার পর্যন্ত ফিরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে তা নিউ কোচবিহার – মাথাভাঙা – নিউ চ্যাংরাবান্ধা – নিউ জলপাইগুড়ি রুটে ঘুরিয়ে দেওয়া হবে। এই পরিবর্তনের ফলে নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ি-এর মধ্যে কোনো স্টেশনে ট্রেনটির থামবে না।
advertisement
আজকে রওনা হওয়া ট্রেন নম্বর ১৩১৫০ আলিপুরদুয়ার – শিয়ালদহ এক্সপ্রেসকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি এখন বানেশ্বর – নিউ কোচবিহার – মাথাভাঙা – নিউ চ্যাংরাবান্ধা – নিউ জলপাইগুড়ি রুটে চলবে, এর আগে আলিপুরদুয়ার জংশন রুটের চলার কথা ছিল।
এই রুট পরিবর্তনের ফলে ট্রেনটির জন্য জলপাইগুড়ি রোড, ময়নাগুড়ি, মাথাভাঙা ও নিউ কোচবিহার স্টেশনে দুই মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 4:14 PM IST