North Bengal Disaster: ''শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেরও নায়ক'', উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে দেব, পাঠাচ্ছেন ত্রাণ
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত শনিবার উত্তরবঙ্গে বিপর্যয় নেমে আসে। জলের তোড়ে ভেসেছে একের পর এক গ্রাম। শনিবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হয় জীবন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: গত শনিবার উত্তরবঙ্গে বিপর্যয় নেমে আসে। জলের তোড়ে ভেসেছে একের পর এক গ্রাম। শনিবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হয় জীবন। বিপদে বন্যপ্রাণ। জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে একাধিক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। নদীর জল কমতেই ভেসে উঠছে একের পর এক বন্যপ্রাণীর দেহ। গত কয়েক বছরে রাজ্যের একাধিক প্রচেষ্টায় ডুয়ার্সে ধীরে ধীরে বাড়ছিল ফিল্ম ট্যুরিজম। বন্যা বিপর্যয়ে ধাক্কা তাতে। ‘খাদ’, ‘ল্যাপটপ’, ‘শব্দ’, প্রধান গত কয়েক বছরে একের পর এক বাংলা সিনেমার শুটিং হয়েছে ডুয়ার্সে। গরুমারা থেকে গরুবাথান। লাভা থেকে ঝালং, বিন্দু। চাপরামারি থেকে জলদাপাড়া বহু ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছে। বাদ নেই ভারতীয় সিনেমার দিকপালদের আসা যাওয়া ৷ রজনীকান্ত থেকে করিনা কাপুর গত কয়েক বছরে শ্যুটিং করে গিয়েছেন ৷ ‘পাতাললোক’ থেকে ‘জানে জান’ ছবির শ্যুটিং করে গেছেন করিনা, জয়দীপ অহলাওয়াতের মতো তারকারা ৷ বৃষ্টি, ধসের ধাক্কায় সেই সব স্পট ক্ষতিগ্রস্ত। আর তার জেরেই পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা-ওয়েব সিরিজের শ্যুটিং। উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন ঘাটালের সাংসদ ওরফে টলিউডের অভিনেতা দেব। বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে দেওয়া হবে আড়াই হাজার প্যাকেট ত্রাণ।
এই প্রথম নয়! এর আগেও বন্যা কবলিত উত্তরবঙ্গের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব। আড়াই হাজার প্যাকেট ত্রাণে থাকবে চাল,তেল, বিষ্কুট থেকে শুরু করে নানা শুকনো খাদ্যসামগ্রী। আপাতত চলছে ত্রাণের প্যাকেট প্রস্তুত করা।
উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বিগত কয়েকদিনে এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে, ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তীরবর্তী এলাকাগুলি প্লাবিত। পাহাড়ি এলাকায় ধস নেমেছে, ভেঙে গিয়েছে সেতু-রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, পাহাড়ি নদীর হঠাৎ জলস্ফীতি এবং বনাঞ্চল ধ্বংস এই বিপর্যয়ের জন্য দায়ী। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধারকাজে নেমেছে। NDRF এবং SDRF-এর দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
দেবের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাঁরা বলছেন, ”দেব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেরও নায়ক।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2025 12:01 PM IST









