Siliguri News: উত্তরবঙ্গে কৃষিকাজেও এবার ব্যবহার করা হবে এআই, ড্রোন! প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
AI in agriculture: এবার উত্তরবঙ্গের কৃষকরাও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে করবেন কৃষিকাজ। প্রশাসনিক কাজে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এ বার কৃষিকাজেও নেওয়া হচ্ছে ড্রোনের সুবিধা।
শিলিগুড়ি: এবার উত্তরবঙ্গের কৃষকরাও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে করবেন কৃষিকাজ। প্রশাসনিক কাজে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এ বার কৃষিকাজেও নেওয়া হচ্ছে ড্রোনের সুবিধা। উত্তরবঙ্গের চাষিদের সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের জন্য এই প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালার আয়োজন করেছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ। ড্রোন এবং এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর মাধ্যমে কী করে চাষের জমিতে রাসায়নিক সার এবং জৈব কীটনাশক প্রয়োগ করা যাবে সেই সব নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কোফাম। কী ভাবে কৃষকরা স্মার্ট কৃষক হয়ে উঠবে সেটাই তাদের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষক অমরেন্দ্র পান্ডে বলেন, ‘‘এত দিন এক একর জমিতে চাষিদের কীটনাশক বা সার প্রয়োগ করতে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা লেগে যেত। ড্রোনের মাধ্যমে মাত্র ৮ মিনিটে এক একর জমিতে কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন চাষিরা। এর ফলে তাঁদের সময়, শ্রম এবং অর্থ— তিনটিই সাশ্রয় হবে।’’ এছাড়াও এ আই-এর মাধ্যমে কোন ফসল খারাপ হয়েছে সেটাও ধরে ফেলতে পারবে ড্রোন। এই সমস্ত বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে। তার কী ভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষাবাদ করতে পারবেন সেই জিনিসই শেখানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৭০ কিমি বেগে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টিতে উত্তাল হবে গোটা দক্ষিণবঙ্গ! রেহাই নেই উত্তরবঙ্গেরও
এছাড়াও বিভিন্ন চা বলয় থেকে শিক্ষিত ছেলেমেয়েদের কী করে ড্রোন প্রশিক্ষণ দেওয়া যায় সেই বিষয় নিয়েও ভাবছেন তারা। কারণ কেউ যদি ড্রোন ওড়াতে শিখে যায় তাহলে সেখান থেকে ওই ছেলে মেয়েদের একটা রোজগারের পথ খুলে যাবে। এই বিষয় নিয়ে অমরেন্দ্র বাবু বলেন, “আমরা একটা নতুন প্রকল্প চালু করছি সেটা হল ড্রোন সাথী। এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যোগ্য ছেলেদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেব। তারা যদি একবার এই জিনিস শিখে যায় তাহলে তারা অনেক উপার্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।” উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে এই ড্রোন এবং এ আই এর ব্যবহার এক যুগান্তকারী বিপ্লব আনবে বলেই মনে করছেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 14, 2024 7:39 PM IST








