House Lost: এক রাতের মধ্যেই সাধের বাড়ির এই হাল! দেখেই মাথায় হাত বারুই দম্পতির
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রবিবার সকাল ৯'টা নাগাদ ধেয়ে আসা জলের স্রোতে সেই বাড়ি আর কোমর তুলে দাঁড়াতে পারেনি। ভজন বারুই ঘুরিয়ে ঘুরিয়ে সরকারি আধিকারিকদের দেখাচ্ছিলেন তাদের অবস্থা।
শিলিগুড়ি: গ্রামের মাঝে একটা পাকা বাড়ি উলটে পড়ে আছে। রাস্তার অর্ধেক অংশ নেই৷ পানীয় জলের পুকুর পুতি গন্ধময়। ত্রাণের জলই ভরসা ময়নাগুড়ির হরিরভিটার।যেন কেউ বিস্ফোরণ করে বাড়িটাকে ফেলে দিয়েছে। বিশালাকার গর্তের মধ্যে ঢুকে গিয়েছে বাড়ির একাংশ৷ হেলানো মিনারের মতোই, হেলানো বাড়ি হরিরভিটার ভয় ধরিয়েছে।
শোভারাণি বারুই আর ভজন বারুইয়ের এই বাড়ির দাওয়ায় রোজ দুপুর-বিকেলে আড্ডা বসত। বিশেষভাবে সক্ষম ছেলের জন্য বাংলা আবাস যোজনায় এই বাড়ি তৈরি করেছিলেন বারুই দম্পতি৷ রবিবার সকাল ৯’টা নাগাদ ধেয়ে আসা জলের স্রোতে সেই বাড়ি আর কোমর তুলে দাঁড়াতে পারেনি। ভজন বারুই ঘুরিয়ে ঘুরিয়ে সরকারি আধিকারিকদের দেখাচ্ছিলেন তাদের অবস্থা।
advertisement
advertisement
ভজন বাবু বলেন, নদীর জল বাঁধ ভেঙে এসে দারুণ জোরে আঘাত আনল। তাতেই বাড়ি আমার ভেঙে পড়ল। কিছু টুকটাক জিনিষ বার করতে পেরেছি৷ তবে নিজের বাড়ি দেখে নিজের ভয় লাগছে। যদি আবার ভেঙে পড়ে। ভজনবাবুর স্ত্রী শোভারাণি বারুইয়ের নামে খাতায় কলমে এই বাড়ি। তিনি বলেন, সরকারের দেওয়া বাড়ি ছিল। এই বাড়ি আমার চলে গেল। আমার বিশেষভাবে সক্ষম ছেলের এবার কি হবে? সবাই যখন এই আলোচনায় ব্যাস্ত তখন ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে দেখছে সাধন। বোঝানোর চেষ্টা করছে কেমন করে সেদিন জল এসেছিল সব ভাসিয়ে নিয়ে চলে যেতে। গ্রামের একাধিক কাঁচা-পাকা বাড়ি ভেঙে গেছে। সেই বাড়ি সারিয়ে তুলতে প্রচুর সময় লাগবে। ঘরে থাকা সব জিনিস জলের তোড়ে ভেসে গিয়েছে।
advertisement
গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা মহেশ রায় বলেন, ঘরের কিছু নেই৷ সব শেষ৷ মাকে বার করতে গিয়ে টেবিলের ওপর ৩০৫০০ টাকা ছিল সেটাও ভেসে চলে গেছে। কি করে জীবন চলবে জানি না। ভাগ্য ভাল মাকে বার করতে পেরেছি ঠিকঠাক করে। গ্রামের রাস্তার হাল আরও শোচনীয়৷ যে কোনও সময় ভেঙে যেতে পারে কোনও ভাবে টিকে থাকা বাকি অংশ। তাই নিয়েই লড়ছে ময়নাগুড়ি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 9:06 AM IST