North Bengal Accident News: নতুন বছরের দ্বিতীয় দিনেই ভয়াবহ দুর্ঘটনা,বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বেপরোয়া বাইকের, মৃত ২, আহত ১
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
নতুন বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দার্জিলিঙের খড়িবাড়ি এলাকা! নয় বছরের দ্বিতীয় দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ১।
খড়িবাড়ি, দার্জিলিঙ: নতুন বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দার্জিলিঙের খড়িবাড়ি এলাকা! নয় বছরের দ্বিতীয় দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ১।
ফের ঘাতক দুরন্ত গতি। অত্যাধিক গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে মোটরবাইক। খড়িবাড়ির রাঙালি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বজিৎ বর্মন ও রনদ্বীপ রায়ের। ঘটনায় জখম সূর্য সিংহ। জানা গিয়েছে, তিন বন্ধু নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জ যাচ্ছিলেন। তীব্র গতিতে ছুটছিল তাঁদের মোটরবাইক। রাজ্য সড়কের উপর খড়িবাড়ির রাঙালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। সজোরে ধাক্কা মারে সামনে থাকা বিদ্যুতের খুঁটিতে। আগাতের অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন ৩ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালেই মৃত্যু হয় বিশ্বজিৎ ও রনদ্বীপের। গুরুতর জখম অবস্থায় সূর্য সিংহকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ও আহতরা খড়িবাড়ির পানিট্যাঙ্কির বাসিন্দা।
advertisement
অন্যদিকে, নতুন বছরের দ্বিতীয় দিনেই আর এক মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনা মালদহে। মোটরবাইক এবং টোটোর সংঘর্ষে মৃত ৩। শুক্রবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার জাবরা এবং রাঢ়িয়ালের মাঝে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে দু’জন যুবক এবং একজন মহিলা। মৃত ২ যুবকের নাম ভলু দাস এবং কৌশিক শর্মা। মৃতদের বাড়ি রামনগর এলাকায়। মৃত মহিলার নাম বুলি ঠকদার, তাঁর বাড়ি কাপাইচণ্ডী এলাকায়। দুর্ঘটনার সময় দ্রুত গতিতে ছুটে আসছিল বাইকটি, তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোয়। মহিলা ছিটকে পাশের খাদে পড়ে যান।
advertisement
advertisement
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
Jan 02, 2026 8:55 PM IST










