Uttar Dinajpur News: বহু বছর ধরে নেই কোনও সেতু! যাতায়াতের ভরসা একমাত্র নৌকা, বর্ষা এলেই দুর্যোগ নামে এই গ্রামে

Last Updated:

Uttar Dinajpur News: অভিযোগ, ভোট আসলেই রাজনৈতিক দলের নেতৃত্বরা সেতু নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু ভোট পার হলেই আর কাউকে দেখা যায় না।

+
নৌকা

নৌকা

উত্তর দিনাজপুর: বহু বছর ধরে নেই কোনও সেতু! এই গ্রামে ঘুরতে এলে নৌকা করেই নদী পারাপার করতে হবে আপনাকেও। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের থারাইশ গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম। গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে সুই নদী। গ্রামে প্রায় ৫০০ মানুষের বসতি। তবে এই গ্রামে বহু বছর ধরে নেই কোনও সেতু। গ্রামবাসীরা জানান,বহু বার তাঁদেরকে নদী পারাপারের সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বহু বছর ধরে আজও এই গ্রামে নৌকা করেই নদী পারাপার করতে হয় গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের।তবে শুধু থারাইশ গ্রামে নয়, ইটাহার থানার মারনাই অঞ্চলের হুসেন পুর, কেলাগাছি সহ আরও অনেক গ্রামে যাওযার কোন রাস্তা নেই।
স্বাধীনতার পর থেকে এখনওপর্যন্ত নদী পারাপার করেই এই গ্রামগুলোতে যেতে হয় সাধারণ মানুষকে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোট আসলেই রাজনৈতিক দলের নেতৃত্বরা সেতু নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু ভোট পার হলেই আর কাউকে দেখা যায় না এলাকায়, ফলে বছরের পর বছর বর্তমানে নৌকা করেই নদী পারাপার করতে হয় এই গ্রামের বাচ্চা থেকে বড় সকলকে।তবে খরার সময় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশের মাচা বানিয়ে নদী পারাপার করলে অনেক সময় মাচা পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
advertisement
এছাড়া বর্ষার সময় মাঝে মাঝে নৌকা ডুবে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখেও পড়তে হয়। এই ব্যাপারে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, ইটাহারে নদী সংলগ্ন এলাকায় কয়েকটি সেতুর নির্মাণ দরকার, কিন্তু টাকা না পাওয়ায় সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এই বিষয়ে বিধান সভাতেও প্রস্তাব রেখেছি। তবে দেখার বিষয় আর কত বছর লাগে এ গ্রামের সেতু নির্মাণ হতে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: বহু বছর ধরে নেই কোনও সেতু! যাতায়াতের ভরসা একমাত্র নৌকা, বর্ষা এলেই দুর্যোগ নামে এই গ্রামে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement