South Dinajpur News: বাড়ছে জনসংখ্যা, চিন্তা বাড়াচ্ছে খাবার! সমাধান খুঁজতে দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা হাজির উত্তরবঙ্গে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
টেকসই কৃষিকাজ নিয়ে জাতীয় সেমিনারের আয়োজন হল বালুরঘাটের উত্তরবঙ্গ কৃষি ক্যাম্পাসে
দক্ষিণ দিনাজপুর: বছর বছর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। ক্রমশ বদলাচ্ছে জলবায়ু। প্রাকৃতিক কারণে মাটি ও কৃষিজমির পরিবর্তন হচ্ছে। এদিকে দেশে বাড়ছে হু হু করে জনসংখ্যা। তাই বিজ্ঞানীদের আশঙ্কা আগামীতে খাদ্যসংকট হবে। তাই এমন পরিস্থিতির সামনে টেকসই কৃষিকাজ নিয়ে জাতীয় সেমিনারের আয়োজন হল বালুরঘাটের উত্তরবঙ্গ কৃষি ক্যাম্পাসে। সেই সেমিনারে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন কৃষি বিজ্ঞানীরা।
সাধারণত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে কৃষিকাজ করতে হবে, তা নিয়ে নিজ নিজ মতাদর্শ পেশ করেন বিজ্ঞানীরা। টেকসই কৃষি সম্পর্কিত নতুন প্রস্তাবিত সকল কার্যক্রমকে একত্রিত, একীভূত এবং অন্তর্ভুক্ত করে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে মাটি ও জল সংরক্ষণ, জল ব্যবহারের দক্ষতা, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বৃষ্টিনির্ভর এলাকা উন্নয়নের উপর। এদিনের জাতীয় সেমিনারে এসেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার সরেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত প্রণব ঘোষ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রদ্যুৎ কুমার পাল সহ নানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষি বিজ্ঞানীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টার অফ রিসার্চ অশোক চৌধুরী বলেন, “আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। জলবায়ুরও পরিবর্তন হচ্ছে। আগামীতে খাদ্য সংকট হতে পারে। তাই কৃষি উৎপাদন ধারাবাহিক রাখতে বিজ্ঞানীদের আরও নিরলস প্রচেষ্টা করে যেতে হবে। সেই বিষয়গুলি নিয়েই দেশের নানা জায়গায় বিজ্ঞানীরা আলোচনা করবেন।”
advertisement
এদিকে ওই সেমিনার থেকেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জিআই ট্যাগযুক্ত সুগন্ধি তুলাইপাঞ্জি চালের লোগোর উদ্বোধন করা হল। এখন থেকে ওই লোগো তুলাইপাঞ্জি চালের প্যাকেটে পাওয়া যাবে। এদিনের সেমিনারকে ঘিরে কলেজ ক্যাম্পাসে সাজো সাজো রব ছিল। বিজ্ঞানীদের আলোচনায় কৃষির ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক নির্দেশনা উঠে আসে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 2:05 PM IST









