Night Cleaning Service: রাতেও জঞ্জাল পরিষ্কার হবে শহরে! সাড়া ফেলতে চলেছে এই মিউনিসিপ্যালিটি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Night Cleaning Service: প্রয়োজন পড়লে রাতেও শহরের বিভিন্ন প্রান্তের আবর্জনা পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। এই বিষয়টি আগামী কিছুদিনের মধ্যেই বোর্ড মিটিং ডেকে ইংরেজবাজার পুরসভা সিদ্ধান্ত হিসেবে পাস করাবে বলে খবর
মালদহ: শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিকল্পনা নিল ইংরেজবাজার পুরসভা। এতদিন পুরসভার পক্ষ থেকে সপ্তাহে ছয় দিন শহরের আবর্জনা পরিষ্কার করা হত। রবিবার শহরে কোনও আবর্জনা পরিষ্কার হত না। এতে নোংরা জমে যেত শহর জুড়ে। এদিকে বর্ষার বৃষ্টি শুরু হতেই শহরের ডেঙ্গুর মত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পুর কর্তৃপক্ষ।
সম্প্রতি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর পুরসভার পুরপ্রধান ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি। এই তিন জেলার পুরসভাগুলির জঞ্জাল পরিষ্কার, নিকাশি ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, জবরদখল মুক্ত, আবাস যোজনার অর্থ প্রদানের মতো বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠক শেষে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এবার থেকে রবিবারও ইংরেজবাজার শহরের আবর্জনা পরিষ্কার করা হবে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখযোগ্যভাবে পুরপ্রধান বলেন, প্রয়োজন পড়লে রাতেও শহরের বিভিন্ন প্রান্তের আবর্জনা পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। এই বিষয়টি আগামী কিছুদিনের মধ্যেই বোর্ড মিটিং ডেকে ইংরেজবাজার পুরসভা সিদ্ধান্ত হিসেবে পাস করাবে বলে খবর। ফলে আগামী দিনে ইংরেজবাজার শহর আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন হতে চলেছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 5:06 PM IST