NH10 Collapsed: সিকিমের লাইফলাইন ফের একবার বিধ্বস্ত, জাতীয় সড়কের ওপর ফের ধস, কোন এলাকা হল সবচেয়ে ক্ষতিগ্রস্ত

Last Updated:

NH10 Collapsed: আবারও ধসে বিপর্যস্ত এনএইচ-১০, লিখুভিরে থমকে যাত্রী চলাচল

এনএইচ-১০ ধসে অচল যাতায়াত!
এনএইচ-১০ ধসে অচল যাতায়াত!
সিকিম: টানা রাতভর প্রবল বর্ষণের জেরে শুক্রবার ভোরে লিখুভির এলাকায় নতুন করে ধস নামে। ফলে ফের বন্ধ হয়ে গেল সিকিমের লাইফলাইন বলে পরিচিত জাতীয় সড়ক-১০, যা রাজ্যকে সমতলের সঙ্গে যুক্ত রাখার একমাত্র প্রধান সড়ক। ধসের ফলে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা রাস্তার উপর এসে পড়ায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকেই বহু গাড়ি মাঝপথে আটকে পড়ে এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি শুরু হয়।
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ জারি করা হয়েছে। যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে, যাতে দীর্ঘ সময় যানজটে আটকে না পড়তে হয়। পুলিশ ও ট্রাফিক বিভাগের টিম বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে।
advertisement
advertisement
বৃষ্টি থামলেই ধস সরানোর কাজ শুরু হবে বলে জানা গেছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং সড়ক কবে খুলবে সে বিষয়ে কোনও সরকারি সময়সীমা ঘোষণা করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষার সময় এই এলাকায় ধসের ঘটনা প্রায়শই ঘটে, ফলে বছরের এই সময়ে যাতায়াতের অসুবিধা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়।
এনএইচ-১০ বন্ধ থাকায় সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের পণ্যবাহী ও পর্যটক পরিবহনও কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় ব্যবসা, পর্যটন এবং দৈনন্দিন সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে শুরু করেছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং আবহাওয়া স্বাভাবিক হলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে।
advertisement
Rittik Bhattacharya
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
NH10 Collapsed: সিকিমের লাইফলাইন ফের একবার বিধ্বস্ত, জাতীয় সড়কের ওপর ফের ধস, কোন এলাকা হল সবচেয়ে ক্ষতিগ্রস্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement