New VC: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ

Last Updated:

New VC: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এতদিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রজত কিশোর দে। আদালতের নির্দেশে নতুন উপাচার্য পদে বসলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়

সংবর্ধনা জানানো হচ্ছে নবনিযুক্ত উপাচার্যকে
সংবর্ধনা জানানো হচ্ছে নবনিযুক্ত উপাচার্যকে
মালদহ: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ এদিন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।‌ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এতদিন অধ্যাপনা করছিলেন।‌ উল্লেখ্য, রাজভবনের সঙ্গে নবান্নের জটিলতার কারণে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া আটকে ছিল। সেই জট কাটতেই নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।
এদিকে দায়িত্বভার গ্রহণ করেই মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উন্নয়নের বিষয়ে জোর দেওয়ার পক্ষে সাওয়াল করেন পবিত্রবাবু। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা সহ অডিটোরিয়াম ও পড়াশোনা বিষয়ে সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা, আধিকারিকদের একত্রিত করে কাজ করার আহ্বান জানান তিনি।
advertisement
advertisement
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এতদিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রজত কিশোর দে। আদালতের নির্দেশে নতুন উপাচার্য পদে বসলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন নতুন উপাচার্যকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রজত কিশোর দে’ও।
২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। ছাত্র-ছাত্রীদের হোস্টেল ভবন তৈরি হলেও এখনও তা চালু হয়নি। এছাড়াও নানান সমস্যায় জর্জরিত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ আগামীতে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করার আশ্বাস দেন নবনিযুক্ত উপাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দশম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন পবিত্র চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New VC: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement