New Town Jeweller Murder Update: এখনও অধরা রাজগঞ্জের বিডিও, স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১! পুলিশের জালে কোচবিহারের যুবক

Last Updated:

কোচবিহারের বাসিন্দা ধৃত ওই যুবক গত ২৮ অক্টোবর নিউ টাউনে রাজগঞ্জের বিডিও-র ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷

স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত আরও ১৷
স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত আরও ১৷
নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১৷ কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ৷ এই নিয়ে স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪৷
পুলিশ সূত্রে খবর, কোচবিহারের বাসিন্দা ধৃত ওই যুবক গত ২৮ অক্টোবর নিউ টাউনে রাজগঞ্জের বিডিও-র ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ ওই স্বর্ণব্যবসায়ীর খোঁজে তাঁর পশ্চিম মেদিনীপুরের বাড়িতে যেদিন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যান, সেদিনও এই বিবেকানন্দ সরকার নামে ওই যুবক বিডিও-র সঙ্গে ছিলেন৷ মৃত ব্যবসায়ীর পরিবার সেদিন যে ভিডিও রেকর্ড করেছিল, তাতেও রাজগঞ্জের বিডিও-র সঙ্গে ওই যুবককে দেখা গিয়েছিল৷ ধৃত যুবককে নিয়ে আজ রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা৷
advertisement
গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে৷ নিজের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করতে গিয়েই রাজগঞ্জের বিডিও ওই স্বর্ণ ব্যবসায়ীকে নিউ টাউনে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ৷ মারধরের সময়ই মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ীর৷ ওই ব্যবসায়ীর মৃতদেহ বিডিও-র গাড়ি করেই যাত্রাগাছির খালপাড়ে ফেলে আসা হয়৷
advertisement
advertisement
এই ঘটনার তদন্তে নেমে এর আগেই তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাঁদের মধ্যে অভিযুক্ত বিডিও-র কলকাতার গাড়ির চালকও ছিলেন৷ এ ছাড়াও বিডিও ঘনিষ্ঠ এক ঠিকাদারকেও গ্রেফতার করে পুলিশ৷ শিলিগুড়ি থেকেও এক যুবককে গ্রেফতার করা হয়৷ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বেশ কিছু সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছে পুলিশ৷ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যে সরাসরি স্বর্ণব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনায় জড়িত, সিসিটিভি ফুটেজে সেই প্রমাণও পেয়েছে পুলিশ৷
advertisement
তবে এখনও কেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন উঠছে৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা না হলেও অভিযুক্ত বিডিও-র গতিবিধি নজরে রাখা হয়েছে৷ সময় মতোই উপযুক্ত পদক্ষেপ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New Town Jeweller Murder Update: এখনও অধরা রাজগঞ্জের বিডিও, স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১! পুলিশের জালে কোচবিহারের যুবক
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement