New Pavilion House: ৭৫ বছর পূর্তিতে তৈরি হচ্ছে নতুন প্যাভিলিয়ন হাউজ! খুশির হওয়া জেলায়

Last Updated:

New Pavilion House: দীর্ঘ সময় ধরে জেলা ক্রীড়া সংস্থার কোনও আলাদা প্যাভিলিয়ন হাউস ছিল না। তবে জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তিতে এই বিশেষ পালক যুক্ত হতে চলেছে। আর তাতেই রীতিমত খুশি জেলার ক্রীড়া প্রেমী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ।

+
নির্মীয়মাণ

নির্মীয়মাণ প্যাভিলিয়ন হাউজ

কোচবিহার: দীর্ঘ সময় ধরে জেলা ক্রীড়া সংস্থার কোনও আলাদা প্যাভিলিয়ন হাউস ছিল না। তবে জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তিতে এই বিশেষ পালক যুক্ত হতে চলেছে। আর তাতেই রীতিমত খুশি জেলার ক্রীড়া প্রেমী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ।
কোচবিহার স্টেডিয়ামে পরিকাঠামোর দিক থেকে বেশ কিছু ত্রুটি ছিল এতদিন পর্যন্ত। যেই কারণে কোনও বড় খেলার আয়োজন করতে হলে সমস্যায় পড়তে হত জেলা ক্রীড়া সংস্থাকে। এবার থেকে সেই সমস্যা মিটতে চলেছে এই নতুন প্যাভিলিয়ন নির্মাণের মাধ্যমে।
advertisement
advertisement
জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুব্রত দত্ত জানান, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাছে দীর্ঘ সময় ধরে তাঁদের এটা বিশেষ আবেদন ছিল। তবে ৭৫ বছর পূর্তিতে এই আবেদন মঞ্জুর করা হয়েছে। ভিত পুজোর কাজ হওয়ার পর থেকেই কাজ চলছে দ্রুত গতিতে। তবে মাঝে কিছুটা সমস্যা হয়েছিল মাটির কারণে। তবে সেই সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বিতল বিশিষ্ট এই প্যাভিলিয়ন হাউস বেশ অনেকটাই আকর্ষণ করছে সকলকে। এতে জেলার ক্রীড়া সংস্থার মুকুটে আরেকটা পালক যুক্ত হচ্ছে। স্বভাবতই দারুণ খুশি হয়ে রয়েছে এই কারণে সকলেই।”
advertisement
তিনি আরও জানান, “এই প্যাভিলিয়ন হাউস নির্মাণের পর এটিকে জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দেওয়ার কথা রয়েছে। সেটা যদি হয় তবে জেলা ক্রীড়া সংস্থার নিজের বলে একটা জায়গা তৈরি হবে। আর এর ফলে জেলায় ভাল মানের খেলা আয়োজন করতে অনেকটাই সুবিধা হবে। এতে বহু খেলোয়াড়দের অনেকটাই সুবিধা হবে। তবে আরোও বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এই প্যাভিলিয়নকে ঘিরে। সেটাও ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। তবে এই বিশেষ নির্মাণের কারণে জেলার ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে এক আলাদা উদ্দীপনা কাজ করছে। এটুকু নিঃসন্দেহেই বলা সম্ভব।”
advertisement
আগামী দিনে জেলা ক্রীড়া সংস্থাকে আরোও সমৃদ্ধ করে তোলা হবে। আশা রাখা হচ্ছে যে জেলায় এরপর কোনোও বড় খেলার আয়োজন করা হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। যদিও এই বিষয়টি এখনোও স্পষ্ট করে কিছু বলা হয়নি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New Pavilion House: ৭৫ বছর পূর্তিতে তৈরি হচ্ছে নতুন প্যাভিলিয়ন হাউজ! খুশির হওয়া জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement