Durga Mandir: তাজমহল যা দিয়ে তৈরি সেই বিশেষ রাজস্থানি পাথরে গড়ে উঠছে বাংলার দুর্গা মন্দির
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
New Durga Temple in Siliguri: যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে আগ্রার তাজমহল থেকে শুরু করে বৃন্দাবনের প্রেম মন্দির, সেই পাথর দিয়েই এই মন্দির তৈরি হয়েছে
শিলিগুড়ি: ভারত ৩৩ কোটি দেবতার দেশ। এখানে অনেক দেব-দেবীর মন্দির রয়েছে। দেবী দুর্গা এদের অন্যতম প্রধান দেবতা। হিন্দু বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেবী দুর্গা সারা দেশে নানান রূপে পূজিত হন।
কিন্তু মা দুর্গার এই মন্দির অন্যদের তুলনায় অনেকটাই বিশেষ। শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়িতে আগামী ১২ এপ্রিল শুভ উদ্বোধন হবে দুর্গা মন্দিরের। এই মন্দিরের বিশেষত্ব হল, এটি হল উত্তরবঙ্গের প্রথম মাকরানা মার্বেল দিয়ে তৈরি মন্দির। মন্দিরের যে ১০ ফুটের দুর্গা মূর্তিটি রয়েছে তা একটি পাথর কেটেই বানানো হয়েছে, যার ওজন প্রায় ৮ টন।
advertisement
advertisement
মন্দিরে কর্মরত রাজস্থানের এক শিল্পী বলেন, যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে আগ্রার তাজমহল থেকে শুরু করে বৃন্দাবনের প্রেম মন্দির, সেই পাথর দিয়েই এই মন্দির তৈরি হয়েছে। এই মার্বেলের বিশেষত্ব হল, যত সময় পেরোবে এর সৌন্দর্য ততটা বৃদ্ধি পাবে। রাজস্থানের এই বিশেষ মার্বেল দিয়েই এবার শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা ও মন্দির। প্রায় সাড়ে তিন বছর ধরে এই মন্দিরের কাজ চলছে। রাজস্থান থেকে একটি সিঙ্গেল মাকরানা মার্বেল দিয়ে তৈরি মা দুর্গার প্রতিমা ইতিমধ্যে এসে পৌঁছেছে এখানে।
advertisement
মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, আনন্দময়ী কালীবাড়িতে প্রায় ৯৩ বছর ধরে মা দুর্গার পুজো হয়ে আসছে। শুরু থেকেই সাধারণ মানুষদের ইচ্ছে ছিল কালী মন্দিরের পাশাপাশি এখানে যেন একটি দুর্গা মন্দিরও তৈরি করা হয়। তাই সাধারণ মানুষের কথা ভেবে এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এই মন্দির পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 5:46 PM IST