NBSTC AC Bus: প্যাচপেচে গরমে ঘেমে নেয়ে বাসে চড়ার দিন শেষ! এবার কোচবিহার সহ উত্তরবঙ্গের ৩ রুটে চালু হচ্ছে এসি বাস
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
কোচবিহার সহ ৩ রুটে এসি বাস চালু করছে এনবিএসটিসি
কোচবিহার: দীর্ঘ সময় ধরে যাত্রীদের দাবি ছিল এসি বাসের। তাই ১৫ জুন থেকে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবা শুরু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এছাড়াও সংস্থা আরও দুটি রুট, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ পর্যন্ত এসি বাসের পরিষেবাও শুরু করা হবে। বর্তমানে এনবিএসটিসির তিনটি এসি বাস শিলিগুড়ি থেকে কলকাতার রুটে চলাচল করে। অন্য আর কোন রুটে এসি বাস বর্তমানে নেই সংস্থার। তবে করোনার আগে কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে এসি বাস চলাচল করত।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “বাসের যাত্রীদের দাবি এবং চাহিদার কথা মাথায় রেখেই এসি বাস পরিষেবা চালু করা হচ্ছে। গরমে যাত্রীদের স্বাচ্ছন্দের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাত্রীদের গ্রীষ্মকালে এসি বাসের চাহিদা থাকে অনেকটাই। সেই বিষয়টি মাথায় রেখেই আবারও এসি বাস পথে নামানো হচ্ছে। নিগমের পরিকল্পনায় রয়েছে প্রতিদিন সকালে কোচবিহার থেকে পরিষেবা চালু করার। এরপর কোচবিহার থেকে শিলিগুড়ি রুটের মধ্যে সারাদিনে চারবার যাতায়াত করবে এসি বাসটি। আপাতত প্রাথমিক ভাবে চারটি বাস চালু করা হচ্ছে এই রুটগুলির মধ্যে।”
advertisement
advertisement
বাসের এক বয়স্ক যাত্রী হরিশচন্দ্র বর্মন জানান, “আগে বেশকিছু রুটে কয়েকটি এসি বাস চলত। তবে দীর্ঘদিন ধরে সেই পরিষেবা বন্ধ রয়েছে। এর অন্যতম কারণ, নিগমের এসি বাস খারাপ হয়ে থাকা এবং কিছু বাস পুরোনো হয়ে যাওয়া। তবে যাত্রীদের এতে অনেকটাই অসুবিধা হত। গরমের মধ্যে বয়স্ক যাত্রী ও বাচ্চাদের সমস্যা হত। তাই নতুন করে তিন রুটে এসি বাস চালানো হবে। এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা রুটের অতিরিক্ত একটি বাস চালানো হবে। ফলে গরমের মরসুমে চলাচল করতে অনেকটাই সুবিধা হবে এই যাত্রীদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই এসি বাসগুলির ভাড়া কত হবে কিংবা দিনে কতবার যাতায়াত করবে এই এসি বাস, সেইসব বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামীদিনে বিষয়টি সকল যাত্রীদের জন্য জানানোর কথা জানানো হয়েছে। তবে এসি বাসের শুরু পরিকল্পনায় অনেকটাই খুশি বাসের যাত্রীরা। গরমের মরসুমে এসি বাসের সুবিধায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বাসের যাত্রীরা।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 6:34 PM IST