National Taekwondo Competition: কিশোরীদের হাত ধরে তাইকোন্ডে বড় সাফল্য মালদহে
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
National Taekwondo Competition: নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকোন্ড প্রশিক্ষণ নিতে শুরু করেছিল এই কিশোরীরা। সেখান থেকেই ভাল খেলার সুবাদে প্রথমে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সুযোগ পায়
মালদহ: জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় জোড়া সাফল্য মালদহের। জেলার চার কিশোরীর ব্রোঞ্জ পদক পেয়েছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করেছে। চার খুদের এমন সাফল্যে উজ্জ্বল হয়েছে জেলার মুখ।
নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকোন্ড প্রশিক্ষণ নিতে শুরু করেছিল এই কিশোরীরা। সেখান থেকেই ভাল খেলার সুবাদে প্রথমে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সুযোগ পায়। সেখান থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদহের ছয়জন। পশ্চিমবঙ্গ থেকে মোট ১২ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মালদহ থেকে অভীপ্সা বিশ্বাস, অফরিন খাতুন, ইফশিতা মণ্ডল ও প্রিয়দর্শিনী রায় সাফল্য পেয়েছে। চারজনই ব্রোঞ্জ পদক জিতেছে। জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক জেতার সুবাদে আন্তর্জাতিক তাইকোন্ড প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য সুযোগ মেলে। যোগ্যতা অর্জন ম্যাচে ভাল ফল করলেই আন্তর্জাতিক স্তরে খেলতে যাবে এই চার কিশোরী।
advertisement
আরও পড়ুন: শৈশবের স্মৃতি নিয়েই আয়োজন দুর্গাপুজোর! হয়ে গেল খুঁটিপুজো
আফরিন খাতুন বলে, আত্মরক্ষার জন্য তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছি। পদক জিতে খুব ভাল লাগছে। আগামীতে দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে। সেখানেই মালদহের ছয় জন সুযোগ পায়। তাদের মধ্যে চারজন সাফল্য পেয়েছে। প্রত্যেকেই মালদহ শহরের প্রশিক্ষক ইমতাসার হোসেনের কাছে প্রশিক্ষণ নেয়।
advertisement
advertisement
কোচ ইমতাসার হোসেনের উদ্যোগে প্রথমে রাজ্য তারপর জাতীয় স্তরে খেলার সুযোগ করে নেয় এই চার খুদে। নিয়মিত প্রশিক্ষণ ও পরিশ্রম করার সুবাদেই এই সাফল্য এনেছে তাদের। কোচ ইমতাসার হোসেন বলেন, মালদহের মোট ছয় জন অংশগ্রহণ করেছিল। চারজন ব্রোঞ্জ পদক পেয়েছে। জাতীয় স্তরে সাফল্যের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন পর্বে সুযোগ মিলেছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2024 8:59 PM IST







