Malda News: আরজি কর কাণ্ডের প্রতিবাদ! বদলে গেল খেলো ইন্ডিয়া মহিলা তাইকোন্ড লিগের নাম

Last Updated:

Malda News: আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লিগের নাম। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকন্ডো মহিলা লিগ ( জোনাল) অনুষ্ঠিত হবে।

+
মালদহের

মালদহের চারজন প্রতিযোগিতায় সুযোগ

মালদহ: আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লিগের নাম। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকন্ডো মহিলা লিগ ( জোনাল) অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজ্য স্তরে চলছে সিলেকশন। পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতার সিলেকশন অনুষ্ঠিত হয় কলকাতায় সল্টলেকে। সেখানেই দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। এমনকি আরজিকর ঘটনায় মৃতার প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে।
সিলেকশনে অংশগ্রহণ করে মালদহের চার কিশোরী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকন্ডো প্রশিক্ষণ শুরু করে। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। সুমেধা পাল বলে, আমরা চারজন মালদহ থেকে এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছি। আত্মরক্ষার জন্য তাইকন্ডো প্রশিক্ষণ নেওয়া। জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছি আমরা খুব খুশি।
advertisement
এই প্রথম এক সঙ্গে মালদহের চার খেলোয়াড় এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে।‌আগামী ৩ অক্টোবর থেকে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকন্ডো প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ডো লিগ। মালদহের সুমিধা পাল, সুস্মিতা চৌধুরী অপরাজিতা মিশ্রা ও জুলি প্রামানিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
advertisement
advertisement
তাদের কোচ ভাস্কর ভৌমিক বলেন, তাইকোন্ড অফ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেই এবার প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। মহিলাদের এই তাইকোন্ড প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ডো লিগ। আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এই নামকরণ করা হয়েছে। মালদহের চার প্রতিযোগীর সাফল্যে খুশি কোচ সহ অন্যান্যরা। আগামীতে ভাল সাফল্যের কামনা প্রত্যেকের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আরজি কর কাণ্ডের প্রতিবাদ! বদলে গেল খেলো ইন্ডিয়া মহিলা তাইকোন্ড লিগের নাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement