Nalen Gur Sweets: খেজুর গুড়ের মিষ্টিতে টুইস্ট! বালুরঘাটের অসাধারণ মিষ্টিতে মজেছে সকলে

Last Updated:

বালুরঘাটে অসাধারণ মিষ্টি৷ জানলে অবাক হয়ে উঠবেন৷

+
পুরভরা

পুরভরা মৌচাকে 

দক্ষিণ দিনাজপুর : ভোজন রসিক বাঙালির শেষ পাতে মিষ্টি হবে না বললে চলে! আর সেই আনন্দটা যদি নতুনত্ব ও ভিন্ন স্বাদের হয় তাহলে তো কোনও কথা হবে না। বাজার জুড়ে রকমারি মিষ্টি মন কেড়েছে ক্রেতাদের।
তবে শীতকালীন খেজুর গুড়ের মিষ্টিতে যদি টুইস্ট আনা যায় তাহলে কেমন হয়? তাই চিরাচরিত খেজুর গুড়ের মিষ্টি ছেড়ে খাওয়া যেতেই পারে পুরভরা মৌচাক। তবে এই মৌচাক খেতে আসতে হবে বালুরঘাটে।
যা, একবার খেলে মন ভরবে সকলের। চাহিদাও রয়েছে ব্যাপক হারে। সকাল থেকেই মৌচাক মিষ্টি কেনার হিড়িক পড়ে চোখে পড়ার মতন। নতুন ‘আইটেমে’র পুরভরা মৌচাক মিষ্টি পেয়ে খুশী ক্রেতারাও। এই মিষ্টি বিক্রি করেই বাজিমাত করছেন মিষ্টির বিক্রেতা।
advertisement
advertisement
মিষ্টি বিক্রেতা জানান, “ক্রেতাদের সাধ্যের মধ্যেই নতুনত্ব চাহিদা অনুসারে রকমারি মিষ্টি বানানো হয়ে থাকে। আর এতেই ক্রেতাদের চাহিদা অনুসারে এবার তৈরি করা হয়েছে পুরভরা মৌচাক। যার স্বাদও একেবারেই ভিন্নস্বাদের ও হালকা। যার দরুন ছোট বড়ো সকলেই খেতে পারবে এই মিষ্টি। যার স্বাদ নিতে প্রতিদিন ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে দোকানে। এমনকি ক্রেতাদের সাধ্যের মধ্যেই যাতে দাম রাখা যায়, সেই চেষ্টাই করে থাকেন তাঁরা।”
advertisement
বালুরঘাট শহরের টাউন ক্লাব এলাকার মিষ্টি মুখে একাধিক মন গরা মিষ্টি বিকচ্ছে দেদারে। রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও বজায় রাখছে তাঁরা৷ মিষ্টির গুণগত মানও ধরে রাখে ক্রেতাদের চাহিদা অনুসারে তাদের তৈরি মিষ্টি পুরোপুরি ভিন্ন স্বাদের।
এমনকি এই পুরভরা মৌচাক সাধারণ মানুষদের পাশাপাশি অতিরিক্ত সুগারের রোগীরাও খেতে পারবেন বলে জানা যায়। যার জন্য প্রতিদিনই এই মিষ্টি আস্বাদন করতে বহু মানুষদেরই ভিড় লক্ষ্য করা যায় মিষ্টি মুখে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Nalen Gur Sweets: খেজুর গুড়ের মিষ্টিতে টুইস্ট! বালুরঘাটের অসাধারণ মিষ্টিতে মজেছে সকলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement