বৃদ্ধের রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা! কাঠগড়ায় ছেলে! তদন্ত শুরু করেছে পুলিশ

Last Updated:

Cooch Behar News: মৃত ওই জনৈক ব্যক্তির নাম সাধু রায়। এবং তাঁর বয়স আনুমানিক ৮০ বছর। এদিন আচমকাই ওই বৃদ্ধকে তাঁর ঘরে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়।

শীতলকুচি: এক বৃদ্ধ ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাটি ঘটেছে কোচবিহার শীতলকুচির আক্রাহাট এলাকায়। মৃত ওই বৃদ্ধের নাম সাধু রায়। তাঁর বয়স আনুমানিক ৮০ বছর। এদিন আচমকাই ওই বৃদ্ধকে তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকেই এলাকার মানুষের মধ্যে সন্দেহ দান বাঁধতে শুরু করে। তবে পুলিশ গিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। এবং ময়না তদন্তের জন্য পাঠায় মাথাভাঙা থানার পুলিশ মর্গে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ সময় ধরে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর ছেলের বনিবনা হত না। মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকালও সেরকম একটি ঘটনা ঘটেছে তাঁর বাড়িতে। তবে ওই বৃদ্ধ প্রতিদিন সকালবেলা উঠতেন। কিন্তু, এদিন তিনি সকাল বেলা না ওঠায় কৌতুহলী হয়ে ওঠে এলাকার মানুষেরা। বাড়ির সামনে রাস্তায় ভিড় জমায় সকলেই। কোনও রকমভাবে ঘরের ভেতর দেখতেই সকলে দেখে বিছানায় নিথর অবস্থায় বৃদ্ধের দেহ দেখতে পান। তবে বার্ধক্যজনিত মৃত্যু নাকি খুন এই নিয়ে নানা প্রশ্ন উঠছে গোটা এলাকায়।
advertisement
advertisement
বৃদ্ধর ছেলে রামপ্রসাদ রায় জানান,”তাঁর বাবার সঙ্গে গতকাল তাঁর কাটাকাটি হয়েছিল ঠিকই। কিন্তু, কিভাবে এই ঘটনা ঘটলো তিনি বুঝতে পারছেন না।” এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।” তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটি আদৌ সাধারণ মৃত্যু নাকি অন্য কোন ঘটনা এই নিয়ে রহস্য দানা বাঁধছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বৃদ্ধের রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা! কাঠগড়ায় ছেলে! তদন্ত শুরু করেছে পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement