মালদহে শিশুকে গুলিকাণ্ডে দানা বাঁধছে রহস্য, বাড়ির মধ্যেই কি সেদিন গুলি চলেছিল?

Last Updated:

গত ৩০ অগাস্ট মালদহের মানিকচকে, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয় তিন বছরের শিশু মৃণাল মণ্ডল। তাকে গুলি করল কে?

#মালদহ: মালদহের মানিকচকে তিন বছরের শিশুকে গুলিকাণ্ডে দানা বাঁধছে রহস্য। বাড়ির মধ্যেই কি সেদিন গুলি চলেছিল? ফরেনসিক বিশেষজ্ঞদের ইঙ্গিত সেদিকেই। কিন্তু, পরিবারের দাবি, বাইরে থেকেই চলে হামলা। অবশ্য, জখম শিশুর শারীরিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।
গত ৩০ অগাস্ট মালদহের মানিকচকে, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয় তিন বছরের শিশু মৃণাল মণ্ডল। তাকে গুলি করল কে? গ্রামবাসীদের একাংশের সন্দেহ, বাড়ির মধ্যেই কারও হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছিটকে লেগেছে। ঘটনাস্থল খতিয়ে দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের মন্তব্যেও তারই ইঙ্গিত। তাঁদের বয়ানে উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ তথ্য।
advertisement
advertisement
- ৩০ অগাস্ট খুব কাছ থেকে গুলি চলে
- গুলি চলার সময় শিশুটি বাড়ির ভিতরেই ছিল
বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, উলটো দাবি শিশুটির পরিবারের। মৃণালের বাবা পরিমল মণ্ডলের দাবি, গত তিরিশে অগাস্ট তাঁর বাড়িতে চড়াও হয় একদল হামলাকারী।
advertisement
যৌথ পরিবারের বাসিন্দা পরিমল। তাঁর দাবি, দুপুর বেলা বাড়িতে হামলার সময় তাঁরা সকলেই ঘুমোচ্ছিলেন।
শিশুর বাবার বয়ান ঘিরেই তৈরি হচ্ছে ধোঁয়াশা। তবে, শিশুটির শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। মৃণালের জ্ঞান ফিরেছে। চিকিৎসাতে সাড়া দিচ্ছে সে। তার অক্সিজেনও খুলে দেওয়া হয়েছে। টিউবের বদলে সরাসরি মুখ দিয়েই তাকে খাওয়ানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে শিশুকে গুলিকাণ্ডে দানা বাঁধছে রহস্য, বাড়ির মধ্যেই কি সেদিন গুলি চলেছিল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement