Cooch Behar News|| পঞ্চম শ্রেণির ছাত্রীর কি ভয়ানক পরিস্থিতি! গোটা ঘটনা জানলে আপনিও চমকে উঠবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
দীর্ঘ সময় ধরে ওই নাবালিকার মা এবং বাবা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। আর সে কারণেই ওই নাবালিকা তার পিসির সঙ্গে পিসির বাড়িতে থাকত। তবে এদিন আচমকাই শোবার ঘরে ওই নাবালিকার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পিসি।
দিনাহাটা: ১১ বছর বয়সি নাবালিকার দেহ উদ্ধার তার নিজের থাকার ঘর থেকে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে দিনহাটা ১ নং গ্রাম পঞ্চায়েতের শৌলমারী গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ওই নাবালিকার নাম সুজাতা বর্মন এবং তার বয়স ১১ বছর। সে পেটলা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্র জানতে পারা গিয়েছে, "মৃত ওই নাবালিকার মা এবং বাবা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। ওই নাবালিকা বর্তমানে তার পিসির সাথে থাকছিলেন। এদিন পিসির বাড়িতেই তার থাকার ঘরে মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান তার পিসি। দ্রুত খবর পাঠানো হয় দিনহাটা থানার পুলিশের কাছে। পুলিশ এসে ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে।"
advertisement
আরও পড়ুনঃ সোনা গলিয়ে স্প্রিং আকারে পাচারের চেষ্টা, বানচাল করল ডিআরআই
তবে ওই নাবালিকার মৃত্যুর বিষয়ে তার পিসি সুধা বর্মন জানান, "দীর্ঘ সময় ধরে তাঁর পরিবারের মানুষেরা নানা ভাবে অত্যাচার করত তাঁকে। আর মূলত সেই কারণে জেরেই এমন ঘটনাটি ঘটিয়েছে ওই ছাত্রী।" তবে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর এভাবে মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় মানুষেরা রীতিমতো শোকোস্তব্ধ হয়ে রয়েছেন গোটা এই ঘটনার জেরে। পুলিশ এসে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তবে গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার মামলা রুজু করা হয়নি দিনহাটা থানায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "দীর্ঘ সময় ধরে ওই নাবালিকার মা এবং বাবা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। আর সে কারণেই ওই নাবালিকা তার পিসির সঙ্গে পিসির বাড়িতে থাকত। তবে এ দিন আচমকাই শোবার ঘরে ওই নাবালিকার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পিসি। তারপরেই দ্রুত খবর আসে দিনহাটা থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কিভাবে ওই নাবালিকার এমন মর্মান্তিক পরিণতি ঘটল সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।"
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2023 6:34 PM IST







